যশোর জেলার বিশেষ অভিযানের সাফল্যের চিত্র

0
251

গত ০৫/০৩/২০২১খ্রিঃ হতে ১২/০৩/২০২১খ্রিঃ পর্যন্ত
যশোর জেলার পুুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশনায় ০৫/০৩/২০২১ খ্রিঃ হতে ১২/০৩/২০২১খ্রিঃ পর্যন্ত অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বর্নিত বিশেষ অভিযানে যশোর জেলার ০৯টি থানায় অস্ত্র/গুলি/মাদকদ্রব্য/অন্যান্য উদ্ধার, রুজুকৃত মামলা ও গ্রেফতার সংক্রান্ত বিবরণ নিম্নে প্রদত্ত হলো-
কোতয়ালী থানা-৪৬ টি মামলা রুজু এবং ওয়ান শুটারগান-০১টি, বিদেশী পিস্তল-০১টি, গুলি-০৩ রাউন্ড, হাসুয়া-০৪টি, লোহার রড-০২টি, গাঁজা-০৪ কেজি ৫৬০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট-৭৭৮ পিচ, ফেন্সিডিল-৭৭ বোতল ও মদ-০৭ লিটার উদ্ধার।
চৌগাছা থানা-১৭ টি মামলা রুজু এবং গাঁজা-০২ কেজি ৪৫০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট-১৭৭ পিচ ও ফেন্সিডিল-৮২ বোতল উদ্ধার।
শার্শা থানা-১৩ টি মামলা রুজু এবং গাঁজা-০২ কেজি ৭০০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট-২৫ পিচ, ফেন্সিডিল-২১২ বোতল ও মদ-০১ লিটার উদ্ধার।
বেনাপোল পোর্ট থানা-১২ টি মামলা রুজু এবং গাঁজা-০৩ কেজি ২০০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট-২৫৩ পিচ, ফেন্সিডিল-১৮২ বোতল ও হিরোইন-০৫ গ্রাম উদ্ধার।
অভয়নগর থানা-০৮ টি মামলা রুজু এবং শাটারগান-০১টি, রাম দা-০২টি, গাঁজা-২৬৫ গ্রাম ও ইয়াবা ট্যাবলেট-৩৪ পিচ উদ্ধার।
মণিরামপুর থানা-১৫ টি মামলা রুজু এবং গাঁজা-৯০০ গ্রাম ও ইয়াবা ট্যাবলেট-৪০ পিচ উদ্ধার।
কেশবপুর থানা-০৬ টি মামলা রুজু এবং গাঁজা-৪৫০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট-২৫ পিচ ও ফেন্সিডিল-০৬ বোতল উদ্ধার।
বাঘারপাড়া থানা-০৩ টি মামলা রুজু এবং গাঁজা-৫৬০ গ্রাম উদ্ধার।
ঝিকরগাছা থানা-০৪ টি মামলা রুজু এবং গাঁজা-৪৭৫ গ্রাম উদ্ধার।
যশোর জেলার ০৯ টি থানায় সর্বমোট উদ্ধারঃ ওয়ান শুটারগান-০১টি, বিদেশী পিস্তল-০১টি, শাটারগান-০১টি, গুলি-০৩ রাউন্ড, রাম দা-০২টি, হাসুয়া-০৪টি, লোহার রড-০২টি, গাঁজা-১৫ কেজি ৫৬০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট-১৩৩২ পিচ, ফেন্সিডিল-৫৫৯ বোতল, মদ-০৮ লিটার ও হিরোইন-০৫ গ্রাম। বর্নিত উদ্ধার সংক্রান্তে ০৯ টি থানায় সর্বমোট ১২৪ টি মামলা রুজু করা হয়েছে। উপরোক্ত অস্ত্র/গুলি/মাদকদ্রব্য/অন্যান্য উদ্ধারের পাশাপাশি নিয়মিত মামলায় ২৪৮ জন, জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ৯৮ জন, সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ৪৩ জন, জিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা মূলে ০৬ জন, সিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা মূলে ০৯ জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় ০৮জন সহ সর্বমোট ৪১২ জন আসামীদেরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও যশোর জেলাধীন সকল থানার অফিসার ইনচার্জগনকে সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, সকল ধরণের চাঁদাবাজ, চোরাকারবারী ও কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করতঃ আইনের আওতায় জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here