আঁঠারমাইলে ছোট ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

0
362

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ আঁঠারমাইলের মাগুরাঘোনায় আপন বড় ছোট ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এভাবে বড় ভাইয়ের স্ত্রীকে দিয়ে ছোট ভাইয়ের পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করায় ছোট ভাইয়ের পরিবারটি বর্তমানে চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক ফফিকের স্ত্রী নুরজাহান ব্গেম(৪০)বাদী হয়ে জমিজমা সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৃত শওকত আলী ফকিরের কন্যা হাসিনা বেগম(৩৫),শাহাদাৎ ফকিরের স্ত্রী শিখা বেগম(৪০),সিরাজুল ফকিরের পুত্র আব্দুল্লাহ ফকির(১৯),শাহাদাৎ ফকিরের পুত্র রাসেল ফকির(১৯) ও সিরাজুল ফকিরের স্ত্রী মর্জিনা ক্ষেগম(৪২)এর নামে খুলনা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বিবরণে জানা যায়,গত ১৮/০৬/২০১২ইং তারিখে কোবলা দলিল মূলে ০.১০৫০একর জমি ক্রয় করে বসতবাড়ি তৈরি করে সেখানে বসবাস করে আসছে। কিন্তু গত ২৯/১২/২০২০ইং তারিখে বাদিনীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে বসতবাড়ি ভাংচুর করে তি সাধন করেছে। কিন্তু ইতিপুর্বে ঐ জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে জমির মালিকরা ডুমুরিয়া থানায় ১৩/১১/২০২০ইং তারিখে একটি অভিযোগ করলে থানা পুলিশ উভয় পরে উপস্থিতিকে একটি সুষ্টু সমাধান সহ আপোষনামা করে দেয়া হয়। আপোষনামায় উল্লেখ করা হয় বিরোধপূর্ণ জমিজমা সংক্রান্ত সকল বিষয় এখানেই নিষ্পত্তি করা হল। কোন পই আইন আদালত বা মামলা মোকদ্দমার আশ্রয় গ্রহন করতে পারবে না। যদি কোন প মামলা মোকদ্দমা করে তাহলে এই আপোষনামা বলে আইন আদালত তা অগ্রাহ্য করবে। কিন্তু তারপরও শুধুমাত্র হয়রানী করার জন্য তারা আদালতে মামলা দায়ের করেছে। এব্যাপারে বাদীনির স্বামী আব্দুল রাজ্জাক ফকির বলেন, আমার ক্রয়কৃত জমিতে অনাধিকার প্রবেশ করে দখলের চেষ্টা করায় আমরা মামলা করেছি। এব্যাপারে শাহাদাৎ ফকির বলেন, ডুমুরিয়া থানা পুলিশের উপস্থিতিতে জমিজমা সংক্রান্ত সকল সমস্যা একটি আপোষনামার মাধ্যমে সুষ্টু সমাধান করা হয়েছে। তারপরও আমার আপন বড় ভাই আব্দুল রাজ্জাক আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here