মনিরামপুর প্রতিনিধি ॥ যশোরের মণিরামপুরে হাত,পা, মুখ চেপে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনিরামপুর থানায় ৩ শিশুর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় অভিযুক্ত তিন শিশু হলো, মনিরামপুর উপজেলার পলাশী পশ্চিমপাড়ার কামরুল হাসানের ছেলে খায়রুল (১৩), বাবলু হোসেনের ছেলে রানা (১৩) ও রাশিদা খাতুনের ছেলে মামুন (১২)। মামুন তার নানা কপিলউদ্দিনের বাড়িতে থাকে মায়ের সাথে।
শিশুকন্যার মা বলেন, গত শনিবার (১৩ মার্চ) দুপুরে মেয়ে গোসল করে খেলতে যাচ্ছিল। তখন এলাকার রানা, খায়রুল ও মামুন খেলার কথা বলে তাকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে একটি গর্তে ফেলে তারা তিনজন হাত পা ও মুখ চেপে ধরে আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করে। ঘটনাটি আমার প্রতিবেশী এক নারী দেখে ফেললে তারা দৌঁড়ে পালিয়ে যায়। প্রত্যদর্শী এক নারী বলেন, ‘বাগানে ছাগলকে খাওয়াতে যেয়ে কথা শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখি বাচ্চাটা বারবার মাথা নাড়াচ্ছে। কিছু বলতে পারছে না। তারা তিনজন শিশুটিকে চেপে ধরে রেখেছে। আমি কাছাকাছি গেলে তারা পালিয়ে যায়।
মনিরামপুরের খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, খবর পেয়ে বিকেলে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শিশুবাচ্চা ও তার স্বজনদের সাথে কথা বলে সত্যতা পেয়েছি। মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিশুটির বাবার সাথে কথা হয়েছে। তিনি বাদী হয়ে রাতে মামলা করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত তিনশিশু পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়ে গেছে।














