নড়াইলে সিটি কলেজ পাড়ার যুব উন্নয়ন পরিষদের আয়োজনে তাফসীরুল কোরানে মহাফিল অনুষ্ঠিত

0
272

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে সিটি কলেজ পাড়ার যুব উন্নয়ন পরিষদের আয়োজনে তাফসীরুল কোরানে মহাফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার)। দিবাগত রাত সাড়ে ৯টায় নড়াইল সদর পৌর এলাকার সিটি কলেজ মাঠে মহিষখোলা সিটি কলেজ পাড়া যুব উন্নয়ন পরিষদের আয়োজনে তাফসীরুল কোরানে মহাফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার).ও সিটি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.এস এ মতিন,গোলাম মোর্তজা স্বপন, ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল হক। এছাড়া বয়ান সুনতে হাজির হন আসপাশের একাধিক মুসল্লীরা। স্থানীয় এলাকার গনমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে কোরানে তাফসীরুলের বয়ান শুরু হয়। এসময় মহাফিলের প্রধান তাফসীর কারকঃবয়ান শুরু করেন জনাব মুহাদ্দিস আব্দুর রশিদ বুলবুলি, শ্রীপুর, মাগুরা,ও খতিব, নোহাটা শাহী জামে মসজিদ, মাগুরা। এবং বিশেষ তাফসীর কারক জনাব মুফতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান,খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, নড়াইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here