লোহাগড়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা

0
329

লোহাগড়া(পৌর)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় একজন প্রভাবশালী ভূমিদস্যূ ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, লোহাগড়া পৌরসভার ৪ ওয়ার্ডের ৮৯ নং লোহাগড়া মৌজায় হাল খতিয়ান ৫০৫ ও ৮৯৪(সাবেক ৩৯৪ নং খতিয়ান), হাল ২৫৮৬ নং দাগের (সাবেক দাগ ৪৬১) ৭ শতক জমি মৃত হরিপদ কর্মকারের চার ছেলের কাছ থেকে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারী কবলা দলিলমূলে লক্ষীপাশা ইউপির বয়রা গ্রামের মিজানুর রহমানের মেয়ে মুক্তি বেগম ক্রয় করেন। দলিল নং-৩৮৯। এরপর জমির মালিক মুক্তি বেগম ক্রয়কৃত জমি নিজ নামে নামপত্তন করেন এবং নিজ নামে খাজনা পরিশোধ করেন। নামজারী খতিয়ান নং- ১১০২। সম্প্রতি মুক্তি বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে ওই এলাকার ছানছার উদ্দিনের ছেলে শাহিদুর রহমানসহ তার সাঙ্গপাঙ্গরা মুক্তি বেগমের ক্রয়কৃত জমি দখল করার জন্য পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ। নিরুপায় হয়ে মুক্তি বেগম আদালতের আশ্রয় নিয়ে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী ওই জমিতে ফৌজদারি কার্য বিধি মোতাবেক ১৪৪ ধারায় মামলা করেন,যার এমপি মামলা নং-৮৪/২০২১। মামলা করার পর লোহাগড়া থানার এ,এস,আই বাচ্চু শেখ ওই জমিতে ১৪৪ ধারা বলবৎ করেন,যার স্মারক নং-১১০। কিন্তুু ওই এলাকার একজন আওয়ামীলীগ নেতার ছত্র ছায়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে ভূমিদস্যূ শাহিদুর রহমানসহ তার লোকজন মুক্তি বেগমের জমি দখলের জন্য চেষ্টা চালাচ্ছে বলে মুক্তি বেগমের অভিযোগ। শুধু তাই নয়, প্রভাবশালী এই চক্রটি স্থানীয় থানা পুলিশকে ম্যানেজ করে বিবাদমান জমি দখল করার জন্য নানা ফন্দিফিকির করছে। এ ব্যাপারে জমির মালিক মুক্তি বেগম জানান,আমার ক্রয়কৃত জমি দখলের জন্য শাহিদুর রহমানসহ তার লোকজন উঠে পড়ে লেগেছে। অভিযুক্ত শাহিদুর রহমান মোবাইল ফোনে বলেন, আমি ওই জমির ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল করার চেষ্টা করি নাই, এটা মিথ্যা। এব্যাপারে লোহাগড়া থানার এ,এস,আই বাচ্চু শেখ বলেন, আমি বিধি মোতাবেক দুপক্ষকে ডেকে যথাযথ ব্যবস্থা নিয়েছি, কেউ বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here