রাজগঞ্জে টিউবওয়েলের পানিতে বিষ প্রয়োগের ঘটনায় থানায় অভিযোগ

0
284

আনিছুর রহমান : রাজগঞ্জের ষোলখাদা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির গোয়াল ঘরে ও টিউবওয়েলে কে বা কারা বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেছে। জানা যায় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির মালিক আব্দুস সামাদ ও তার স্ত্রী ফেরদৌসী খাতুন পাশের গভীর নলকূপে আর্সেনিক মুক্ত পানি আনতে যাই। ফিরে এসে বাড়ির টিউবয়েলে পা ধৌত করতে যাই ফেরদৌসী খাতুন। এ সময় টিউবওলের উপরে ও ভিতরের পানিতে বিষ জাতীয় কিছু পদার্থ দেখতে পাই। তখন আশপাশের লোকজনকে ডাক দিলে তারা এসে দেখতে পাই গোয়ালঘরের চারটি নান্দার ভিতর বিষ দিয়েছে। একই সময় দেখতে পায় গোয়াল ঘরের পশ্চিম পাশে ও পূর্ব পাশের মাটিতে বিষ ছড়ানো রয়েছে। ওই গুটি জাতীয় বিষ পাশের বাড়ির রুবিনা খাতুন নামের এক মহিলা ষোলখাদা মোড়ের মতিয়ার ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখে ফুরাডান জাতীয় বিষ বলে তাদেরকে জানাই বলে রুবিনা জানান। এ বিষয়ে বাড়ির মালিক আব্দুস সামাদ জানাই, স্বামী-স্ত্রী আমরা দুজন বাড়িতে থাকি। গরু ছাগলসহ সবাইকে একসাথে মারার জন্য এই বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনার দিন রাতেই বিষয়টি চেয়ারম্যান শামসুল হক মন্টু কে আমি জানিয়েছি এবং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কে অবহিত করেছি। রবিবার সকালে পুলিশ বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে ইনচার্জ আমাকে থানায় পাঠিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সামাদের স্ত্রী ফেরদৌসী খাতুন জানায়, গোয়াল ঘরের চারটি নান্দাই ফুরাডান বিষ দিয়েছে। গোয়ালের গরু ঘুমন্ত অবস্থায় ছিল তাই জাউনা না খাওয়াই গরুর কোন অসুবিধা হয়নি। তিনি আরো জানান, আমি টিউবয়েলে হাত-পা ধৌত করতে এসে টিউবওয়েল চাপতে গেলে দেখতে পাই টিউবলের উপরে বিষ ছড়ানো রয়েছে। যারা এ কাজটি করেছে তারা আমাদের সবাইকে মারার জন্য করেছে। এ বিষয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অসীম আকরাম জানান, রবিবার সকালে ওই বাড়ির মালিক ফাঁড়িতে এসেছিল। ঘটনা শোনার পর তাকে থানায় পাঠিয়ে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here