যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

0
345

স্টাফ রিপোর্টার : যশোরে জেলা পর্যায়ে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিা অফিসের সহযোগিতায় দুইদিন ব্যাপী এ আয়োজন করা হয়েছে। রবিবার কালেক্টরেট স্কুলে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এই সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্য প্রফেসর ড. জয়নাল আবেদীন খান ও যশোর জিলা স্কুলের প্রধান শিক এ কে এম গোলাম আযম। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিসেফ বিজ্ঞান কাবের পরিচালক কাওছার আলী, রংধনু বিজ্ঞান কাবের পরিচালক সৈয়দ আবু আহসান মিটন ও মুন্সী মেহেরুল্লাহ বিজ্ঞান কাবের সাধারন সম্পাদক ওবায়দুর সাকিনসহ বিভিন্ন কাবের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্কুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) শাম্মী ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিা অফিসার এ এস এম আব্দুল খালেক ও সহকারি জেলা শিা অফিসার আব্বাস উদ্দিন। দুইদিন ব্যাপী এ আয়োজনে প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড ও বির্তক প্রতিযোগিতা কর্মসূচি রয়েছে। প্রতিযোগিতায় জেলার আট উপজেলা থেকে জুনিয়র গ্রুপে ২৪ টি মাধ্যমিক বিদ্যালয়, সিনিয়র গ্রুপে ২২ টি কলেজ ও বিশেষ গ্রুপে ছয়টি বিজ্ঞান কাব অংশ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here