পাইকগাছায় জমির বিরোধে ১ম স্ত্রীর সন্তানের হাতে ২য় স্ত্রীর সন্তান আহত : থানায় জিডি

0
389

পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় জায়গা জমির বিরোধে ১ম স্ত্রীর সন্তান কর্তৃক দ্বিতীয় স্ত্রীর সন্তানকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে পৌরসভাস্থ পুরানো সিনেমা হলের সামনে মেইন রাস্তার উপর ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরি হয়েছে। জানা যায়, পাইকগাছা পৌরসভার ১ নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের সাহেব আলী গাজীর দুই স্ত্রী হাসিনা বেগম ও রহিমা বেগম। ১ ম স্ত্রী হাসিনা বেগম গোপালপুরের বাড়িতে ও ২য় স্ত্রী রহিমা বেগম শিববাটির বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করে। শিববাটী মৌজার জমি নিয়ে দুই পক্ষের সন্তানদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ২য় স্ত্রীর শিববাটি মৌজার বসত ভিটা ১ম স্ত্রীর নামে লিখে দেওয়ায় বিরোধটি আরও চরম আকার ধারন করে। দ্বিতীয় স্ত্রীর ছেলে শামিমুর গাজী জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে আমি সাইকেলযোগে পাইকগাছা বাজারে আসছিলাম। পথিমধ্যে পাইকগাছা পুরানো সিনেমা হলের সামনে পৌছালে আমার সৎ ভাই ভ্যান চালক আছাদুল গাজী পিছন দিক থেকে আমার সাইকেলে ভ্যানের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে কিল ঘুষি মারে। এরপর তার ব্যাগে থাকা দা বের করে আমাকে কোপ দিতে গেলে আমি তাড়াহুড়ো করে উঠে দৌড়ে পালাই এবং সে দা হাতে নিয়ে আমাকে ধাওয়া করে। এ সময় তার ভ্যানে থাকা বাবা ও মা ভ্যান থেকে পড়ে যায় ও মা হাসিনা বেগম পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হয়। এরপর চরিদিক থেকে লোকজন ছুটে আসলে সে মাকে ভ্যানে নিয়ে পালিয়ে যায় এবং আমার পিতা সাহেব আলী গাজী সেখানে থেকে যায়। আমি থানায় ফোন করে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ঘটনায় ঐ রাতেই আমি থানায় সাধারন ডায়েরি করি। যার নং ৬৬০ তাং ১১/০৩/২১। তিনি আরো জানান, পাইকগাছা পারিবারিক জজ আদালতে আমার মা রহিমা বেগম ০৫/২০০১ নং মামলা করলে আপোস মিমাংসায় আদালতে সিদ্ধান্ত হয় গোপালপুরের বাড়েিত আমার পিতার ১ম স্ত্রী তার সন্তানদের নিয়ে বসবাস করবে ও ২য় স্ত্রী শিববাটির বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করবে। ১ম স্ত্রী ও সন্তানরা কখনও শিববাটির বড়িতে যেতে পরবেনা এবং ২য় স্ত্রীর ও সন্তানরা কখনও গোপালপুরের বাড়িতে যেতে পারবেনা। আদালতের এ সিদ্ধান্ত অমান্য করে আমার পিতা শিববাটির বাড়িটি ১ম স্ত্রীর নামে লিখে দিয়েছে। এরই জের ধরে আমার সৎ ভাই আছাদুল গাজী ও আবু সাত্তার গাজী আমার পরিবারের সদস্যদের সামনে পেলে মারপিট করে এবং ভিটেবাড়ি ছেড়ে না দিলে সকলকে মেরে ফেলবে বলে হুমকি অব্যাহত রেখেছে। এর প্রতিকার চেয়ে অসহায় এ পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here