ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক প্রশিণ অনুষ্ঠিত

0
408

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ দলিত একটি সেবাধর্মী বেসরকারী সংগঠন, আর্তমানবতার উন্নয়নই সংস্থার মুল ল্য। সমাজের সবচেয়ে অবহেলিত, অতি দরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সংস্থাটি ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। কোভিড-১৯ প্রতিরোধে ”চৎড়সড়ঃরহম অধিৎবহবংং ধহফ অপঃরড়হং ভড়ৎ ঈঙঠওউ-১৯ জবংঢ়ড়হংবং রহ ঃযব গধৎমরহধষরুবফ উধষরঃ ঈড়সসঁহরঃু” নামে একটি প্রকল্প দি এশিয়া ফাউন্ডেশন ও ইউরোপীয়ান ইউনিয়ন-এর আর্থিক সহযোগিতায় ডুমুরিয়া উপজেলার ১২টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫ ও ১৬ মার্চ ২দিনব্যাপী ডুমুরিয়া উপজেলা শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে নির্বাচিত যুবক-যুবতী দলের সদস্যদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক প্রশিণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিত সংস্থার প্রকল্প ব্যবস্থাপক-জনাব মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ তাদের স্ব স্ব বিভাগের কর্মকান্ড তুলে ধরেন এবং সবাইকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হতে আহবান জানান। মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয় বলেন যে, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্যাদি জানা সবার জন্য অতীব গুরুত্বপুর্ন। আমাদের সমাজে নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য জ্ঞান কম থাকায় তারা ঋতুকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা সম্মন্ধে অসচেতন। সে কারনে অধিকাংশ নারীরা একটি নির্দিষ্ট বয়সের পরে যৌন রোগে আক্রান্ত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয় বলেন তার অধিদপ্তরে বহুবিধ কারিগরী প্রশিণের সুযোগ রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কারিগরি প্রশিণ গ্রহন করে যুব-যুবনারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। উপজেলা সমবায় অফিসার তার অধিদপ্তরের মাধ্যমে রেজিষ্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া এবং যুবগ্র“পের রেজিষ্ট্রেশন থাকলে কি ধরণের কার্যক্রম পরিচালনা করা যায় তা ব্যাখ্যা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here