মালয়েশিয়ায় রাজগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

0
388

ডাঃ সিরাজুল ইসলাম, ঝাঁপা প্রতিনিধি : রুহুল আমিন (৪০) নামের এক তরতাজা রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত রুহুল আমিন মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের আছর আলী মোড়লের ছেলে। সে এক ছেলে সন্তানের জনক। জানাগেছে- দরিদ্র পরিবারের সন্তান রুহুল আমিন। তিনি ভাগ্যের পরিবর্তন আনতে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে নির্মাণ সাইটে কাজ করতেন। সোমবার (১৫ মার্চ-২০২১) বিকালে মালয়েশিয়ার পেনাং শহরে একটি নির্মাণ সাইটে কাজ করা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে টলে পড়েন তরতাজা যুবক রুহুল আমিন। রুহুল আমিনের মৃত্যুর খবর তার বাড়িতে পৌছালে পরিবারের সদস্যদের কান্নায় ভারি হয়ে উঠে এলাকা। পরিবারের সদস্যরা জানিয়েছেন- আইনি প্রক্রিয়া শেষ করে মৃত দেহটি দেশে আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here