লোহাগড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধির মৃত্যু

0
322

রাজিয়া সুলতানা, লোহাগড়া (পৌর) প্রতিনিধি : নড়াইলে আগুনে পুড়ে প্রতিবন্ধি মোঃ বাবর আলীর(৪০) মৃত্য হয়েছে। শুক্রবার(১৯ মার্চ) ভোর ৪টার দিকে লোহাগড়া পৌর এলাকার রামপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সূত্র জানায়, লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের মৃত ফকির নায়েব আলীর ছেলে প্রতিবন্ধি মোঃ বাবর আলী ভাইবোনদের মধ্যে বড়। অন্য ভাইয়েরা সংসার দেখভাল করেন। একা টিনসেড ঘরে বসবাস করতেন প্রতিবন্ধি মোঃ বাবর আলী। গত বৃহস্পতিবার(১৮ মার্চ) রাত ১০ টার দিকে ঘুমিয়ে পড়েন বাবর আলী। শুক্রবার(১৯ মার্চ) ভোর ৪টার দিকে ঘরে মশা তাড়াতে জ¦ালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরিবারের সদস্যরাসহ গ্রামের লোকজন আগুনের বিষয়টি টের পাবার সাথে সাথে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লোহাগড়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে মোঃ বাবর আলীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা শোকে মূর্ছা যাচ্ছেন। নিহত মোঃ বাবর আলীর ভাই মোঃ বাদলসহ অন্যরা জানান অগ্নিকান্ডে ভাইয়ের জীবণ গেছে। ঘরসহ আসবাবপত্র পুড়ে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪/৫ লাখ টাকার। লোহাগড়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ মাসুদ রানা বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। কিন্তু ততক্ষণে মোঃ বাবর আলীর মৃত্য হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here