শালিখার সেই কবিয়াল হাসেম আলীর গনসংবর্ধনা আজ

0
286

শালিখা (মাগুরা) প্রতিনিধি ঃ শালিখার নিরক্ষর সেই কবিয়াল হাসেম আলীর গনসংবর্ধনা আজ ২০ মার্চ শনিবার। শালিখার শতখালী ইউনিয়নবাসী এই গনসংবর্ধনার আয়োজন করেছেন। ইউনিয়নের কাতলী হাই স্কুল মাঠ প্রাঙ্গনে বিকাল ৩টায় এই গনসংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে কাতলী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ্ও ক্রীড়া প্রতি মন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন, শালিখা উপজেলা আ্ওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. শ্যামল কুমার দে, উপজেলা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান তরফদার, শালিখা থানার অফিসার ইনর্চাস মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জেসমিন আক্তার শাবানা,মাগুরা জেলা পরিষদ সদস্য মোঃ আবুল কাশেম মীনা এবং সকল ইউপি চেয়ারম্যানসহ আরো অনেকে। শালিখার কাতলী গ্রামের নিরক্ষর এই কবিয়াল হাসেম আলীর কাছে অত্র অঞ্চলের ২/৪ জেলার এমন কোন হাটবাজার নেই যেখানে সে গান গায়নি। যশোর ,মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুরসহ বিভিন্ন জেলার হাটবাজারে মজমা করে গানের পর গান গেয়ে শ্রোতা দর্শকদের মন মুগ্ধ করেছেন। স্বাধীনতাযুদ্ধ চলাকালে দেশের স্বাধীনতাকামী মানুষের মনে শক্তি ্ও সাহস যোগাতে এমনকি ৭১‘ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় পাকিস্থানী সেনা ও রাজাকারদের বিরুদ্ধে অসংখ্য গান গেয়ে মুক্তিযোদ্ধা, শরনার্থীসহ সর্বস্তরের মানুষের মন জয় করেছিলেন। সেই নিরক্ষর কবিয়াল হাসেম আলীর শেষ জীবনে তার অবদানের স্বীকৃতি স্বরুপ শতখালী ইউনিয়নবাসী এই গনসংবর্ধনার আয়োজন করেছেন। গতবছর মোহাম্মদপুর উপজেলার গাবতলী এলাকাবাসী এই নিরক্ষর কবিয়াল হাসেম আলীকে অনুরুপ গনসংবর্ধনায় ভূসিত করেছিলেন। শতখালী ইউনিয়নবাসী এবারের এই গনসংবর্ধনা অনুষ্ঠানে সর্বস্তরের মানুষদের উপস্থিতির আহবান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here