যাদবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

0
285

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) যাদবপুর স্কুল মাঠে অধ্যক্ষ আক্তারুজ্জামান শিক্ষা ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্প পরিচালিত হয়। এতে ৬০ জন অসহায়-দরিদ্র মানুষকে চিকিৎসা ও ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার নজরুল ইসলাম ও ডা. রাফসান জানী। এদিন সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলী হায়দার টফি, আব্দুর রব মুন্সী, খাজুরা আঞ্চলিক গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফার হোসেন, গ্রামের কাগজের সাংবাদিক ফরিদুজ্জামান, তরুণ যুবনেতা সালমান পারভেজ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here