মহেশপুরে একটি ঘর পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরছে প্রতিবন্ধী জহিরুল

0
346

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার মেইন আলামপুর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে জহুরুল ইসলাম একটি সরকারি ঘর পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরেও কোন আশার আলো দেখছেন না। সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, জহুরুল ইসলামের বসতবাড়ীতে ৫ শতক জায়গা ছাড়া আর কোন জায়গা নাই। প্রতিবন্ধী জহিরুল ইসলামের পিতা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন। মা জহুরা খাতুন অন্যের বাড়িতে কাজ করে, একজনের উপার্জনে ২ সন্তান ও স্বামী নিয়ে মোট ৪ জনের সংসারে বাচ্চাদের লেখাপড়া ও ভরনপোষণ সহ ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হয়। অন্যের বাড়িতে কাজ করে বাচ্চাদের ভরনপোষণ করার পর একটি ঘর তৈরি করার জন্য অর্থ সঞ্চয় করা সম্ভব হচ্ছে না। জহিরুল ইসলাম জানায়, আমার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। ভাঙ্গা ঘরে মা বাবা ও ছোট ভাইকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে, ঝড় বৃষ্টির দিনে অনেক কষ্টে ও আতংকে দিন কাটে। জহিরুল ইসলাম সরকারি বরাদ্দকৃত একটি ঘর পেতে সরকারের সংশ্লিষ্ট সকল মহলের সুদৃষ্টি কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here