পিতৃহীন শিশু প্রান্তের পাশে দাঁড়ালো কেশবপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা

0
318

কেশবপুর ব্যুরো ঃ কেশবপুর পৌর শহরের বালিয়াডাঙ্গা গ্রামের অসহায় শিশুটির বাস। শান্ত দাস ও লতা দাসের গর্ভে জন্মগ্রহণ করে প্রশান্ত দাস । ভাগ্যর নির্মম পরিহাস মাত্র ২১ দিন পর হৃদরোগাক্রান্ত হয়ে মারা যায় শিশুটির বাবা শান্ত দাস। এর পর অসুস্থ্য মা নিজে রোগাক্রান্ত হয়ে পড়ায় বাবার বাড়ি চলে যায় শিশু প্রান্তকে রেখে। এ খবর পেয়ে তার অসহায়ত্বে পাশে দাঁড়ায় কেশবপুর্রেন স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা সহ কয়েকটি সংগঠন প্রান্তের পাশে দাঁড়ায়। সোমবার দুপুরে কেশবপুরের স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি পক্ষে বায়োমিল-১ এর প্যাকেট দুধ ৬ প্যাকেট, ফাস্ক ,ফিডার ,জামা ও প্যান্ট ৩ সেট উপহার সামগ্রী বিতরন করেছেন। এ সময উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, আস্থা সমিতির সভাপতি আবু সালেহ মোছা, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা , কেশবপুর প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে,বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপিষ্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস, সমিতির সহ সভাপতি মকবুল হোসেন, ইন্দ্রজিৎ সাহা প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here