কপিলমুনিতে অন্যের জায়গায় লাগানো গাছ কর্তনের অভিযোগ

0
358

কপিলমুনি প্রতিনিধি ঃ খুলনার কপিলমুনিতে অন্যের জায়গায় লাগানো গাছ কর্তনের অভিযোগ উঠেছে। গত বুধবার জনৈক সালাম কর্তৃক এ গাছ কর্তনের অভিযোগ করেছেন গাছ মালিক বয়োবৃদ্ধ মশিয়ার রহমান (৯৬)। ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাউলী পশ্চিম পাড়ায়। অভিযোগে জানাযায়, কপিলমুনি ইউনিয়নের হাউলি গ্রামের মৃত শেখ মাগফেরাতুর রহমানের জমিতে মেহগনি সহ বিভিন্ন প্রজাতের গাছপালা রয়েছে। যা ঘেরাবেঁড়া দিয়ে সংরন করে আসছেন তিনি। উক্ত গাছপালার উপর কু-নজর পড়ে পার্শ্ববর্তী জমি মালিক ফিরোজ সরদারের। এক পর্যায় ফিরোজের স্ত্রী বয়োবৃদ্ধ জমি মালিক পার্শ্ববর্তী মাগফেরাতের ঘেরার ভিতরে অবস্থিত দুটি মেহগনি গাছ জনৈক কাঠ ব্যাবসায়ী সালাম বিশ্বাসের নিকট বিক্রি করে দেয়। সালাম যথা সময়ে গাছ কাটতে গেলে অন্যের জমিতে গাছ দুটি দেখে বিব্রত হন গাছ মারতে যাওয়া শ্রমিকরা। তদুপরি গাছ দুটি কর্তন করে তারা। যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা। ঘটনার পর এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গাছ ক্রেতা সালাম জানান, একজনের জমিতে ঢুকে গাছ কেনা ঠিক হয়নি। সালাম আরোও জানায় বিষয়টি বুজতে পেরে ওভাবেই রেখে এসেছি। ফয়সালা না হওয়া পর্যন্ত গাছ যেকানে আছে সেখানেই থাকবে। এ বিষয়ে গাছ বিক্রয়কারী ফিরোজ জানান, জমি মাপজোপ করে তার পর তারা সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ে গাছ মালিক বয়োবৃদ্ধ মাগফেরাতুর প্রশাসনের হস্তপে কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here