চুকনগরে মসজিদের গ্রীল কেটে দূঃসাহসিক চুরি সংগঠিত

0
332

ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ॥ চুকনগরে এবার মসজিদের গ্রীল কেটে দূঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। নিয়ে গেছে নগত টাকাসহ মসজিদের মালামাল। সরজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোন এসময় উপজেলার চাকুন্দিয়া বায়তুল আমান জামে মসজিদের জানালার গ্রীল কেটে মুসল্লিদের জন্য ব্যবহৃত ৩টি সিলিং ফ্যান, সৌর বিদ্যুতের বড় ব্যাটারী, মসজিদের দান বাক্সে রাখা নগত ৫হাজার টাকা, ইলেকট্রনিক ঘড়ি ও দান বাক্সের টাকা সহ প্রায় ৩০হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় অভিযোগের ভিত্তিতে ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here