দশমিনায় ৩ ইউনিয়নের ৪ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

0
289

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার ৩ ইউনিয়নের ৪ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত উপো করে ইউপি নির্বাচনে বিদ্র্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট ইকবাল মাহামুদ লিটন বলেন, দলীয় সিদ্ধান্ত উপো করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্র্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সদস্য পদসহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। বহিস্কারকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আলীপুর ইউনিয়নে আতিকুর রহমান (সাগর), ইকবাল হোসেন হাওলাদার, বহরমপুর ইউনিয়নে মাইনুল ইসলাম (বাচ্চু) ও বাঁশবাড়িয়া ইউনিয়নে আলতাফ হোসেন হাওলাদার। এই বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত আলীপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন হাওলাদার বলেন, ‘তৃণমূলের সিদ্ধান্ত নিয়ে প্রার্থী বাছাই করা হয়নি। তাই আমি তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আশা করি নির্বাচন নিরপে হলে আমি বিজয়ী হব।’ আর বহরমপুর ও বাঁশবাড়িয়ার বিদ্রোহী প্রার্থীর সাথে মোবাইলে কল দিলে রিসিভ না করায় তাদের কোন মতামত দেয়া সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here