সার্ভেয়ার শহিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির সুপারিশ

0
327

স্টাফ রিপের্টার : যশোরের ঝিকরগাছা উপে লা ভূমি অফিসের সার্ভেয়ার শহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর সুপারিশ করা হয়েছে। গত ১৪ মার্চ জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্বারিত এক স্মারকে এ সুপারিশ করা হয়। শহিদুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকা নিয়ে চম্পট ঝিকরগাছা ভূমি অফিসের সার্ভেয়ার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। শহিদুল ইসলাম কর্মরত অবস্থায় অনেকের কাছ থেকে সরকারি জমি বন্দোবস্ত দেয়া ও ইজারা গ্রহণ, চাকরির প্রলোভন এবং ধার বাবদ টাকা নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমানের কাছে ভুক্তভূগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ হলে শহিদুল ইসলাম স্বাধীন আলো প্রতিনিধিকে মামলার হুমকিও দিয়েছিলেন। তার বিরুদ্ধে সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জেলা প্রশাসকের কাছে এসবের অভিযোগ করেন। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সার্ভেয়ার শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগসমুহ প্রাথমিক তদন্তে সত্যতার কথা উল্লেখ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর সুপারিশ করেছেন। ৪৮ পৃষ্ঠার সংযুক্ত ফর্দে শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিত অভিযোগে সঠিক দাবি করে তার কারণে রাজস্ব প্রশাসনের ভাবমূর্তি ুন্ন হচ্ছে বলেও জেলা প্রশাসক উল্লেখ করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান জানান, শহিদুল ইসলাম বিনা অনুমতিতে ৫০ কার্যদিবস অনুপোস্থিত রয়েছে। এতে অফিশিয়াল কাজকর্ম বাধাগ্রস্থ হচ্ছে। জেলা প্রশাসকের কাছে সার্ভিয়ার চেয়ে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান জানান, শহিদুল ইসলামের বিরুদ্ধে পাওয়া অভিযোগের তদন্ত প্রতিবেদন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে দেয়া হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here