মহম্মদপুরে ট্রাকের চাপায় নৈশ প্রহরীর মৃত্যু

0
286

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ট্রাকের চাপায় মোঃ আবু সাইদ মোল্যা (৫০) নামের এক বাজার প্রহরীর মৃতু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিনোদপুর চৌরাস্তা বাজারে পাহারা দেওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। সাইদ মোল্যা বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়ীয়া গ্রামের মোঃ বারিক মোল্যার ছেলে।
সুত্র জানায়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাতে সাইদ মোল্যা বিনোদপুর চৌরাস্তা বাজারে পাহারায় ছিলো। পাহারা দেওয়ার সময় আনুমানিক রাত ১ ঘটিকায় মহম্মদপুর থেকে মাগুরা যাওয়ার পথে ঘাতক ট্রাক বাজার প্রহরী আবু সাইদ মোল্যাকে নির্মমভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইদ মোল্যার মৃতু হয়। ট্রাকটি মহম্মদপুর থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ^াস জানান, বেপরোয়া চালানোর কারণে এই দূর্ঘটনা ঘটেছে। ট্রাকটি থানা পুলিশের হেফাজতে আছে। মৃতু ব্যক্তির পরিবার অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here