করোনায় চৌগাছার সিংহঝুলি ইউপি আওয়ামীলীগ সম্পাদকের মৃত্যু

0
309

চৌগাছা (যশোর) প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান নিপুর (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাত ৪টায় খুলনার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী জানিয়েছেন, সিংহঝুলী গ্রামের অধিবাসী হাফিজুর রহমান নিপু এক সপ্তাহ ধরে জ্বর ও ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। এই অবস্থায় স্থানীয় ডাক্তারের পরামর্শে তিনি চিকিৎসা গ্রহণ করেন। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে খুলনায় নেয়া হয়। পরিবারের লোকজন সেখানে একটি হাসপাতালেও ভর্তি করেন তাকে। শুক্রবার ভোরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিংহঝুলি আ’লীগ সেক্রেটারি নিপু। পরে মরদেহ গ্রামের বাড়ি সিংহঝুলীতে আনা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুর রহমান টিয়া বলেন, করোনা উপসর্গে ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুন্নাহার জানান, সতর্কতার সাথে দাফন কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। দাফন শেষে পরিবারের সকলকে করোনা টেস্ট করার কথা জানানো হয়েছে। মরহুমের দুই ছেলে রয়েছেন। তারা দুজনেই সরকারি চাকরি করেন। সকালে তার মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। তবে গ্রামের লোকজন করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় ভয়ে গোসল দিতে চান নি। চৌগাছা কপোতা কিনিকের সত্বাধিকারী জুয়েল ছাড়া মৃতদেহের কাছেই যান নি তেমন কেউ। পরে চৌগাছা পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেলের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রযাত্রা’র সভাপতি ব্যবসায়ী হাসিবুর রহমান, আব্দুর রশীদ রাজু, হোমিও চিকিৎসক ফয়সাল আহমেদ, ব্যবসায়ী জাহিদ হাসান ও চৌগাছা সরকারি হাসপাতালের অ্যাম্বলেন্স চালক আলমগীর জুম্মার নামাজের পর তার মৃতদেহ গোসল দেন। এরপর নামাজে জানাজা শেষে অগ্রযাত্রার স্বেচ্ছাসেবীদের সহায়তায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের সাময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। মরহুমের বড় ছেলে রাজিবুর রহমান বলেন কিছুদিন আগে আব্বা ও মা নওয়াপাড়ায় আমার বাড়িতে বেড়াতে আসেন। তখন মা করোনা টিকা নিলেও আব্বার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকায় তিনি টিকা নেন নি। কয়েকদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার করোনার নমুনাও দিয়েছিলেন। পরে সন্ধ্যার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা নেয়ার পথে ভোর চারটার দিকে তিনি মারা যান। এর আগে গত ৩০ শে মার্চ করোনা উপসর্গ নিয়ে সিংহঝুলী মল্লিকবাড়ী গ্রামের আলী আহাম্মেদ মল্লিক (৭৫) মারা যান। তিনিও দুই-তিন দিন ধরে ঠান্ডা জ্বর, কাশিতে ভুগছিলেন ২৯ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে তাকে প্রথমে চৌগাছা শহরের একটি বেসরকারি কিনিকে নেয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে যশোরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তার স্বজনদের বলেন, তার ফুসফুসে মারাত্মক সমস্যা হয়েছে। ঢাকা নিতে হবে। স্বজনরা তাকে ঢাকা না নিয়ে বাড়িতে নিলে ৩০ মার্চ ভোরে তার মৃত্যু হয়। হাফিজুর রহমান ও আলী আহাম্মেদ মল্লিকের বাড়ি দুই পাড়ায় হলেও দূরত্ব এক কিলোমিটারের মধ্যে। চৌগাছা উপজেলায় গত এক সপ্তায় সাত ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা ডাক্তারের পরামর্শে নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে তিনজন সুস্থ্য হয়ে উঠেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here