ঝিনাইদহ প্রতিনিধি: হরিণাকুন্ডুতে যাত্রীবাহী বাসেরর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও একজন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১০ জন। নিহতরা হলেন হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের মনসুর আলীর ছেলে আক্তার (৪০) ও চাঁদপুর গ্রামের গফুর আলীর ছেলে আবু তালেব (৩৪)। আজ বুধবার রাত ৮টার দিকে হরিনাকুন্ডু জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, রাত আটটার দিকে ঝিনাইদহ শহর থেকে হরিণাকুন্ডু যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি জামতলায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরো জানান, খবর পেয়ে ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনা স্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।














