সাতক্ষীরা ব্যুরো প্রধান ঃ সাতক্ষীরা প্রেসকাবে পথচারীদের জন্য সেঞ্চুরি একাডেমীর বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসকাবে পথচারীদের জন্য সেঞ্চুরি একাডেমীর উদ্যোগে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ উদ্বোধন করছেন প্রেসকাবের সভাপতি মমতাজ আহমেদ বাসী। এসময় উপস্থিত ছিলেন প্রেসকাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সিনিয়র সাংবাদিক দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা ব্যুরো প্রধান ও সাতক্ষীরা প্রেসকাবের নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাংবাদিক এম রফিক, আব্দুল আলিম, সেঞ্চুরি একাডেমির বাবু মোল্লা, সাদ্দাম হোসেন প্রমুখ।
সেঞ্চুরি একাডেমি প্রচন্ড গরমে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে খাবার পানির জার স্থাপন করেছে। তারই ধারাবাহিকতায় প্রেসকাবেও সুপেয় খাবার পানির ব্যবস্থা করা হলো।















