মণিরামপুরের পারখাজুরায় মুজিব কেল্লার উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

0
367

স্টাফ রিপোর্টার: মণিরামপুরের পারখাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুজিব কেল্লার কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ মে) বেলা সাড়ে দশটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে একযোগে মণিরামপুরের এই কেল্লার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যশোর অঞ্চলের উপ-পরিচালক হুসাইন মোহাম্মদ শওকত।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিত, মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
মণিরামপুর উপজেলা বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে এক কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একতলা বিশিষ্ট এই মুজিব কেল্লা। আগামী ডিসেম্বর নাগাদ কেল্লাটির নির্মাণ কাজের সমাপ্তি হবে বলে জানান পিআইও।
মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিত বলেন, মূলত বিভিন্ন দুর্যোগে মানুষ ও গবাদিপশুর জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এই মুজিব কেল্লা। অন্যসময় পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয় তাদের প্রয়োজনে ভবনটি ব্যবহার করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here