মহেশপুর সীমান্তে ৪ অনুপ্রবেশকারী আটক

0
352

মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ সোমবার ভোরে মহেশপুর লড়াইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবি’র অধিনস্ত লড়াইঘাট বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার পদ্মপুকুর মাঠের ভিতর থেকে মাগুরা জেলার সদর থানার কুচিয়ামোড়া গ্রামের সরোজিত মন্ডলের ছেলে রকি মন্ডল(১৮), ফরিদপুর জেলার ভাংগা থানার আজিমনগর গ্রামের কালাম শেখের ছেলে বোরহান শেখ(২৮), একই গ্রামের মালেক মিয়ার ছেলে জাকির হাওলাদারের ছেলে সাধন হাওলাদার(১৮)। আটকৃতরা জানায়, তারা ভারত থেকে বাংলাদেশে আসছিল। তারা সবাই ভারতে কাজ করে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পালিয়ে এভাবে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here