ডুমুরিয়ায় প্রতারক ভূয়া এনএসআই সদস্য আসল এনএসআই সদস্যের হাতে আটক

0
408

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ এন এস আই পরিচয়দানকারী খুলনার ডুমুরিয়া উপজেলার মুজাহিদ আটক হল সাতীরার এন এস আই এর হাতে। মঙ্গলবার সকালে সাতীরার তালা উপজেলার সুজনসাহা এলাকায় প্রতারণার সময় সাতীরার এন এস আই তাকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আরশাফ আলী মোড়লের ছেলে মুজাহিদুল ইসলাম (৩২)। তার বিরুদ্ধে মানুষের বাড়ি বাড়ি ডিপটিউব ওয়েল দেয়া, চাকরি দেয়া, বাড়ী করে দেয়া, হজ্বে লোক পাঠানোসহ বিভিন্নভাবে প্রতারণা করে ৪০ লাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

সাতীরা এনএসআই অফিস সুত্রে জানা গেছে, মুজাহিদুল ইসলাম একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লোভে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তার ব্যবহৃত মোবাইল থেকে অনেক গোপন তথ্য পাওয়া গেছে বলে এই সুত্রটি জানান। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন এই কর্মকর্তা।

তালা উপজেলার ইসলামকাটি গ্রামের নিছার আলী সরদারের ছেলে আলতাফ হোসেন (৪০) জানান, এনএসআই পরিচয় দিয়ে প্রায় এক বছর ধরে চাকরী দেয়া, বাড়ী করে দেয়া, বিদেশ পাঠানো এবং হজ্বে পাঠানোর কথা বলে আমি, আমার ভাই শাহিনুর এবং ইসলামকাটি গ্রামের দেলবার আলীর ছেলে শফিকুল এর নিকট থেকে চার কিস্তিতে ১৩ লাখ টাকা নিয়েছে। এছাড়া ডুমুরিয়া এলাকার রোস্তম মোল্যার ছেলে হালিম মোল্যা, কুলবাড়িয়া গ্রামের গফুর শেখের ছেলে মোস্তফা কামাল, একই গ্রামের এজাহার আলীর ছেলে গণি মোল্যা এই তিন জনের নিকট থেকে ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মুজাহিদুল। এ সংবাদে ১০/১২ভুক্তভোগী ব্যক্তি তার গ্রেফতারের সংবাদ বাড়ির সামনে গিয়ে তার পরিবারের লোকজনকে খুঁজতে থাকে। এসময় ভুক্তভোগীরা প্রতারক মুজাহিদুলের ন্যয় বিচার দাবি করেন।
তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, তালার ইসলামকাটি এলাকা থেকে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৪০ ল টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মুজাহিদুল ইসলাম। মঙ্গলবার সকালে সুজনশাহা এলাকায় প্রতারণা করে টাকা নেয়ার সময় এলাকাবাসির সহযোগীতায় সাতীরা এনএসআই তাকে আটক করে তালা থানা পুলিশে সোপর্দ করেন। পরে তাকে সাতীরা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, মুজাহিদুলের পিতা আশরাফ আলী স্থানীয় নুরানিয়া এনডিএস দাখিল মহিলা মাদ্রাসার একজন সামান্য নৈশ প্রহরী। কিছুদিন আগেও তিনি সংসার চালাতে হিমশিম খেতেন। অথচ হঠ্যাৎ করেই ছেলে মুজাহিদ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়েছে। ইতোমধ্যে প্রতারণার অর্থ দিয়ে মুজাহিদ নরনিয়া গ্রামে আলীশান বাড়ি নির্মাণ করছে। সে অধিকাংশ সময় এলাকার বাইরে থাকে। মাঝে মধ্যে যখন বাড়িতে আসে তখন তার চলন বলনে আভিজাত্যের ভাব পরিলতি হয় বলে এলাকাবাসী জানায়। এদিকে মুজাহিদুলের পিতা আশরাফ আলী মোড়লের বিরুদ্ধে চাকুরী দেয়ার কথা বলে টাকা নেয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গত ১৬/০৫/২১ ইং তারিখে ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র বাহারুল ইসলাম গাজী ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here