স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার বিরামপুর থেকে ইজিবাইক চুরির ঘটনার ১৫ পর মামলা হয়েছে। বিরামপুরের মৃত আলাউদ্দিনের ছেলে রিপন হোসেন (৪৩) বাদি হয়ে মঙ্গলবার (২৫ মে) কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় আসামি অজ্ঞাত দেখানো হয়।
মামলায় উল্লেখ করা হয়েছে, রিপন হোসেন ১০ মে আনুমানিক রাত ১০ দিকে তার বসত ঘরের সামনে চার্জে দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। পরের দিন ১১ মে সকাল সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠে দেখেন ওই স্থানে তার ইজিবাইকটি নেই। ধারণা করা হচ্ছে অজ্ঞাত নামা চোরেররা ১০ মে রাত ১০ টা থেকে ১১ মে ভোর সাড়ে ৫ টার মধ্যে যে কোন সময় ইজিবাইকটিচুরি কওে নিয়ে যায়। বিভিন্ন সম্বাব্য স্তানে ইজিবাইকটি সন্ধ্যান কওে না পেয়ে তিনি মামলা করেন।














