নড়াইলে রশিদ ছাড়া ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়ের অভিযোগ

0
306
 নড়াইল থেকে মির্জা মাহামুদ হোসেন রন্টু ঃ নড়াইল শহরের ভাদুলিডাঙ্গায় নড়াইল-মুলিয়া সড়কের উপর ইট ভাঙ্গা মেশিন স্থাপন করে ইট ভাঙ্গা ও রাস্তার গা ঘেষে ইট কাড়ি দিয়ে রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ওই জরিমানার টাকা নিলেও রশিদ দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভাদুলিডাঙ্গার সজিব হোসেন বিশ্বাস (৩২)। জানা যায়, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদ হাসান শুক্রবার (২১ মে) বিকাল ৫ টার দিকে ভাদুলিডাঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় রাস্তার জায়গা দখল করে ইট রাখা ও ভাঙ্গানোর অভিযোগে ভাদুলিডাঙ্গার সজীব হোসেন (৩২) কে ২০ হাজার টাকা জরিমানা করেন।এমনকি তার নিকট হতে একটি মুচলেকা লেখিয়ে নেন। তাৎক্ষনিক জরিমানার ২০ হাজার টাকা আদায় করলেও তাকে কোন জরিমানা আদায়ের রশিদ দেননি। আর কি অপরাধে ? কত ধারায় ? ওই টাকা জরিমানা করলেন, সে বিষয়ে কোন কিছু বলেননি। তবে জরিমানা আদায়কালে সজিব হোসেনের সাথে চরম দূর্ব্যবহার করেছেন এবং তাকে গাড়ীতে তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগি সজীব বিশ্বাস। সজিব বিশ্বাসের বাবা অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আমির হোসেন বিশ্বাস অভিযোগ করে আরোও বলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদ হাসান শুক্রবার ২০ হাজার টাকা জরিমানা করেন। এর আগের দিন বৃহস্পতিবার রাস্তার পাশে ইট রাখার অভিযোগে তাদের ২ হাজার টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার জরিমানার রশিদ দিয়ে তাৎক্ষনিক ২ হাজার টাকা নিয়ে ইট অপসারনের জন্য সময় দেন। পরদিন শুক্রবার (২১মে) বিকাল ৫টার দিকে গিয়ে তিনি আবারও দ্রুত ইট সরিয়ে নেয়ার জন্য তাগিদ দেন। সে কারনে সজিব বিশ্বাস দ্রুত ইট সরানোর জন্য ইট ভাঙ্গা মেশিন এনে ইট ভেঙ্গে রাস্তা হতে বেশ দুরে খোয়া রাখার কাজ শুরু করেন। কিছু সময় পর আবারও সেখানে গিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদ হাসান রাস্তার পাশে ও রাস্তার কিছু অংশ জড়িয়ে ইট ভাঙ্গা মেশিন স্থাপন ও ইট ভাঙ্গানোর অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেন।
তাৎক্ষনিক জরিমানার টাকা নিয়ে গেলেও জরিমানা আদায়ের কোন রশিদ দেননি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুরোধ কলেও তিনি কারো কোন অনুরোধ রাখেননি। বরং সজীব বিশ্বাস, তার পিতা অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আমির হোসেন বিশ্বাস ও মাতা সেলিনা পারভিনের সাথে দূর্ব্যবহার করেন। ইট কেনা ও বাড়ি বানানো অর্থের উৎস কি ? এতো ইট কেনার দরকার কি ? নানা ধরনের প্রশ্ন করে লোকজনের সামনে তাদের অপ্রস্তুত করেন। ঘটনাটি সুধি সমাজে ছড়িয়ে পড়লে গত ২ দিন যাবত সারা শহরে এ ঘটনায় নানামুখি সমালোচনার ঝড় বইছে। তবে নিবাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদ হাসান জানান,তারা রাস্তার বেশ কিছু অংশ জুড়ে বিপদজনক ভাবে বিপুল পরিমান ইট কাড়ি দিয়ে রেখেছে। যে কোন সময় ইটের কাড়ি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এমনকি স্বাভাকি ভাবে যান চলাচলে বিঘ্ন ঘটছে।এলাকার সাধারণ মানুষের ব্যাপক অভিযোগ রয়েছে তাদের বিরূদ্ধে রাস্তার উপর ইট রাখা নিয়ে। তাছাড়া তাদেরকে একবার ২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। এরপরও তারা রাস্তার মাঝখানে ইট ভাঙ্গা মেশিন বসিয়ে ইট ভাঙ্গানোর কাজ করেছে। নিষেধ করা সত্বেও তারা সেই কাজ করেছে,সে কারনে তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কারো সাথে কোন খারাপ ব্যবহার করা হয়নি। যা কিছু করা হয়েছে জনস্বার্থেই করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here