তালায় প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরে আগুন লাগানোর ভিত্তিহীন অভিযোগ

0
328

কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার :সাতক্ষীরার তালায় বসতবাড়ির রান্তাঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তীরটি জমি-জমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে দীর্ঘদিনের মামলা-হামলাকারী প্রতিপক্ষের দিকে। তবে প্রতিপক্ষ বলছে অভিযোগটি মিথ্যা। হয়রানি করার উদ্যেশে এমন বানোয়াট অভিযোগ সাজানো হয়েছে। অভিযোগটি মিথ্যা তা পুলিশ তদন্তেও অনেকটা পরিস্কার হয়ে দাড়িয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

ঘটনাটি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে শনিবার (৩ মে) গভীর রাত ২দিকে ঘটেছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সরেজমিন মাছিয়াড়া গ্রামের স্থানীয় বাসিন্দা তকিম উদ্দীন ঢালির ছেলে আবু বক্কর ঢালি (৩৫), মৃত মদন গাজীর ছেলে হাসেম আলী গাজী(৬০), মৃত আয়েন উদ্দীন ঢালির ছেলে নাসির উদ্দীন ঢালিসহ আরও অনেকের কাছ থেকে শোনা যায় সাইদুল গাজীর স্ত্রী রুমা বেগম রবিবার সকালে এসকল ব্যক্তিদের বলেন, নিজেদের ব্যবহৃত আগুনে রান্না ঘর পুড়ে গেছে। এরমধ্য থেকে হাসেম আলী গাজী আগুন নেভানোর সময় উপস্থিত ছিলেন। তিনি জানালেন, এদের সহিত একই গ্রামের মৃত কোমর উদ্দীন ঢালীর ছেলে আছাদুল ঢালী গংদের দীর্ঘদিন জমি-জমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। গত কয়েকদিন আগে অভিযোগকারিরা আছাদুল ঢালী গংদের নামে তালা থানায় ঘর ভাঙ্গা একটি মামলা করেন।
তাতে তারা জেল খেটে সদ্য জামিনে বাড়ি ফিরেছেন। এরই মধ্যে আবার ঘর পোড়ানোর সড়োযন্ত্রে মেতে উঠেছে অভিযোগকারি নিজাম ঢালি গংরা। তবে এ সকল ষড়যন্ত্রের নেপথ্যে মাছিয়াড়া গ্রামের মৃত্যু ধোনাই গাজীর ছেলে নফুর গাজী। এই নফুর গাজী শান্ত এলাকাকে অশান্ত করে তুলেছে। এছাড়াও তার বিরুদ্ধে দালালি অভিযোগ আছে বলেও জানান এসকল ব্যক্তিরা। এসময় এসকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান এলাকাবাসী।
এঘটনায় অভিযোগকারি নিজাম গাজী জানান, তিনি রাত সাড়ে ১২ টার সময় বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ার ঘন্টা খানেক পরে তার শাশুড়ি আগুন আগুন করে চিৎকার করলে তিনি উঠে রান্না ঘরে আগুন জ¦লতে দেখেন। তবে কে বা কাহারা আগুন লাগিয়েছে তা তিনি সুনিদ্রিষ্ঠ করে কোন ব্যক্তির নাম বলতে পারছেন না। পার্শবর্তী শত্রæপক্ষকে এঘটনায় দায়ি করে থানায় এজাহার করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানালেন।

ঘরে আগুন লাগানোর বিষয়টি আছাদুল ঢালীর নিকট জানতে চাইলে তিনি জানান, গত ২২ মে তাদের নামে ঘরভাঙ্গা মামলা করে জেল খাটিয়েছেন। জামিনে সদ্য দুই একদিন তারা বাড়িতে আসেন। এরই মধ্যে আবারও ঘরে আগুন লাগানো একটি মিথ্যা মামলা দিয়ে পুনরায় হয়রানির চেষ্টা করছে বলে আছাদুল ঢালির অভিযোগ।
তদন্তকারি পুলিশ কর্মকর্তা এস আই চন্দন জানান, তিনি সরে জমিনে গিয়ে তদন্ত করে আগুন লাগানোর কোন সত্যতা পাননি। অহেতুক ভাবে পুলিশ কাউকে হয়রানি করবে না।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এব্যাপারে সুনিদ্রিষ্ট কোন লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here