স্টাফ রিপোর্টার : নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী।
দিবসটি উপলক্ষে আজ বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথমে ওলামাদলের উদ্যোগে দোয়া হয়।
এরপর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আমিত। সভায় জেলা নেতারা উপস্থিত ছিলেন।
পরে দরিদ্রের মাঝে চাল, ডালসহ শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
জেলা নেতারা জানিয়েছেন, যশোর সদর উপজেলার ৫০০ স্থানে দরিদ্রভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী তিনদিন জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে দিবসটি পালন করা হবে।
Home
খুলনা বিভাগ যথাযথ মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে















