মোংলায় গ্রাহকদের এনজিও সংস্থার লোনের কিস্তি না নেয়ার নির্দেশ  উপজেলা প্রশাসনের 

0
453
মাসুদ রানা,মোংলা   : মোংলায় এনজিও সংস্থাদের লোনের কিস্তি না নেয়ার নির্দেশ দিলেন উপজেলা প্রশাসনের। একটি অফিস আদেশের মাধ্যমে  এ নির্দেশনা দেয়া হয়  । অফিস আদেশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার  জানান,
সম্প্রতি ঘূর্ণিঝড় “ ইয়াস’র তাণ্ডবে মােংলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে । এছাড়া মরণব্যাধি করােনা ভাইরাসের প্রাদূর্ভাবে এ এলাকার সাধারণ মানুষ অতি কষ্টে দিন যাপন করছে । এমতাবস্থায় , সাধারণ খেটে খাওয়া পরিবার যাদের বিভিন্ন সংস্থা হতে লােন গ্রহণ করা আছে , সে সকল পরিবারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাদের নিকট হতে আগামী ০২ সপ্তাহ পর্যন্ত লােন আদায়ে বিরত থাকতে সংশ্লিষ্ট  প্রতিষ্ঠান প্রধানদের অনুরােধ করেন তিনি ।
এছাড়াও অনুলিপি দেয়া হয়েছে বাগেরহাট  জেলা প্রশাসক,   চেয়ারম্যান, উপজেলা পরিষদ মােংলা, অফিসার ইন চার্জ  মোংলা, থানা, সাধারণ সম্পাদক – মােংলা এনজিও ফোরাম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here