স্টাফ রিপোর্টার, যশোর থেকে : আজ মঙ্গলবার যশোরে ভারতীয় ৩ জনসহ ৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গতকাল যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়। এদের মধ্যে ৭জন পুরুষ ও একজন নারী। তাদের সকলের বয়স ৫৬ বছরের নিচে। শনাক্তদের সকলেই যশোরের স্থানীয় বাসিন্দা। তাদের কারোরই ভারতে যাওয়ার কোনো সম্পর্ক বা ইতিহাস নেই।
৩৬জনের নমুনার জিনোম সিকুয়েন্সির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গবেষক দলের নেতা অধ্যাপক ড: ইশবাল কবির। এর আগে আরো ৭জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত করেছিলো এ গবেষক দল। তারা সকলেই ভারত ফেরত পাসপোর্ট যাত্রী ছিলো। এ নিয়ে যশোরে মোট ১৫ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত হলো। সীমান্তবর্তী এজেলায় করোনা সংক্রমন বৃদ্ধি এবং ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় জেলায় প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গতকাল ২৯৯ জনের নমুনা পরীক্ষা কাে ভারত ফেরত ৩ জনসহ ৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদেরকে করোনা ইউনিটে ভর্তি কওে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে করোনা ইউনিটে ভারত ফেরত ১৬ জনসহ মোট ৯৩ জন ভর্তি আছেন। এপর্যন্ত জেলায় মোট ৩৩ হাজার৪০৮ জনের নমুনা পরীক্ষা করে করোনার রোগী দাড়িয়েছে ৬ হাজার ৯৭১ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬হাজার ৩৮৪ জন। ২৬ এপিল সীমান্তপথ বন্ধ হওয়ার পর এপর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে দেশে ফিরেছেন ৪ হাজার ১৫০ জন। তাদেরকে বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ভারত ফেরতদের মধ্যে ৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৩১ জন ভারত থেকে করোনা পজিটিভ হয়ে এসেছেন।
যবিপ্রবির জিনোম সেন্টারে সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ জানান, নতুন শনাক্ত ধরণটি ই ১.৬১৭.২ নামের ধরণ। এর আগে ভারত ফেরত রোগীদের মধ্যে ৭ জনের শরীরে একই ধরণের ভারতীয় ভ্যারিয়ান্ট পাওয়া যায়। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ হয়েই দেশে আসেন।














