স্টাফ রিপোর্টার : যশোরে পৃথক দুই মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত সূত্র জানায়, যশোর উপশহর বিসিকের মোল্লাস ’মিলের পাশের মুদি দোকানি কামাল হোসেন বাবু হত্যা মামলায় আটক আবু বক্কার সিদ্দিকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। আবুবক্কার সিদ্দিক শহরতলীর তরফ নওয়াপাড়ার আবুল হোসেনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, কামাল হোসেন বাবু তরফ নোয়াপড়ার গ্রামের বাসিন্দা। তিনি উপশহর বিসিক এলাকার মোল্লা স মিলের পাশের মুদি ব্যবসা করতেন। সপ্তাহে তিনি একদিন বাড়ি যেতেন বাকি ৬ দিন তিনি দোকানে থাকতেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে কামাল হোসেন দোকানে ঘুমিয়ে ছিলেন। সকলে পাশের দোকানদার এসে দেখেন কামালের দোকানের সাটার খোলা। এরপর তিনি তারবাড়িতে সংবাদ দেন। লোকজন এসে কামাল হোসেনের হাত ও মুখ টেপ দিয়ে ও বিছানার চাদর দিয়ে পা বাধা এবং মৃতঅবস্থায় দোকানের মেঝেতে পড়েছিল। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থালে কামাল হোসেনের লাশ উদ্ধার করে মার্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের স্ত্রী রুমা খাতুন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ হত্যার সাথে জড়িত সন্দেহে আবু বক্কার সিদ্দিক কে আটক ও ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র এসআই জিয়াউর রহমান। গতকাল বুধবার আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, যশোর বেনাপোল থেকে কলিং কার্ড সহ আটক আমিনুর রহমানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আমিনুর রহমান সাদিপুর গ্রামের সামসুর রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৫ মে বেনাপোলে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-সাদিপুর রাস্তার সেতু এন্টার প্রাইজের সামনে অভিযান চালায়। এ সময় দুইজন বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আমিনুর রহমানকে আটক ও কার্টুন থেকে ৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৬১৯ টাকার কলিংকার্ড উদ্ধার করাহয়। মামলার পর মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাসেল সরোয়ার আটক আমিনুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। বুধবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।














