যশোরে কেরাম খেলা নিয়ে বিরোধের জেরে এক  ব্যক্তিকে জখমের ঘটনায় মামলা, আসামি ৩

0
275

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি কলোনীপাড়ায় কেরাম খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আক্তার হোসেন ওই এলাকার মৃত শওকত আলীর ছেলে। আসামিরা হলো, একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ইসতাক ওরফে ইসতিয়াক (২২), মৃত রফিউল্লাহর ছেলে আমিন (২১) এবং মুজিবর রহমানের ছেলে আল-আমিন (২৩)। এদের মধ্যে আল-আমিনকে আটক করেছে পুলিশ।আক্তারের শ্যালক শরিফ এজাহারে উল্লেখ করেছেন, তার ভগ্নিপতির সাথে আসামিদের বিরোধ ছিলো। ৫/৬ মাস আগে কেরাম খেলা নিয়ে বিরোধ তৈরি হয়। সেই থেকে আসামিরা তার ভগ্নিপতিকে ক্ষতি করার চেষ্টা করছিল। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসামিরা আক্তারকে ডেকে নিয়ে বাড়ির পেছনের মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে মারপিট এবং ছুরিকাঘাতে জখম করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হুমকি দিয়ে চলে যায়। পরে আক্তারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুকুমার কুন্ডু জানিয়েছেন, এই ঘটনায় মামলা হওয়ার পর আল-আমিন নামে এক আসামিকে আটক করা হয়েছে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here