যশোরে শালিসের মধ্যে ছুরিকাঘাতে  জখমের ঘটনায় মামলা, আসামি ৫

0
340
স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার জলকর গ্রামে এক শালিসের মধ্যে তর্কবিতর্ক এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহিদুর রহমান তুহিন (৩৮) নামে এক ব্যক্তিকে মারপিট ও ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। তুহিন ইছালী মডেল কলেজের কারিগরী শাখায় চাকরি করেন পাশাপাশি মুদির ব্যবসা করেন।
আসামিরা হলো, নওয়াপাড়া ইউনিয়নের শালিয়াট গ্রামের আলতাফ হোসেনের তিন ছেলে ইমলাখ হোসেন (৩২), ইমরান হোসেন (২৮) ও ইব্রাহিম হোসেন (৪২), মৃত সুলতান মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫) এবং মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে আলতাফ মোল্লা (৫৮)।
তুহিনের স্ত্রী মুক্তা আক্তার (৩০) থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, আর্থিক লেনদেন নিয়ে আসামিদের সাথে তার স্বামীর পূর্ব শত্রুতা চলে আসছে। বিভিন্ন সময় তুহিনকে আসামিরা মারপিটে জখম করার হুমকি দিয়ে আসছে। গত শুক্রবার বিকেলে এই বিষয়ে নিয়ে স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে তার বাড়ির মধ্যে শালিস বসে। ওই শালিস শুরু হওয়ার সাথে সাথে আসামিরা তুহিনের সাথে তর্কবিতর্ক জুড়ে দেয়। এক পর্যায়ে আসামিরা একত্রিত হয়ে তাকে মারপিট করে এবং চাকু নিয়ে তার বামকাঁধের ওপরে আঘাত করে রক্তাক্ত জখম করে। এলাকার লোকজ ঠেকিয়ে দেয়ার পর ফের প্রাণনাশের হুমকি দিয়ে আসামিরা চলে যায়। পরে তার স্বামীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here