নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার দুই পুত্রবধূ ১৬৪ ধারায় জবানবন্দী রহস্য বেরিয়ে আসেছে নড়াইলের জামরিলডাঙ্গা গ্রামের ৭৪ বছরের বৃদ্ধা ছালেহা বেগমকে পুড়িয়ে হত্যার রহস্য বেরিয়ে এসেছে। নিহত সালেহা বেগমের দুই পুত্রবধূ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। আমলী আদালত কালিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে তারা এ জবানবন্দী দেন। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়া থানার ওসি (তদন্ত) মো. আমানুল্লাহ আর বারী জানান, দুপুরে নিহত ছালেহা বেগমের পুত্রবধূ আরিফ খন্দকারের স্ত্রী কুলসুম ও বৃহস্পতিবার দুপুরে অপর পুত্রবধূ ইরুপ খন্দকারের স্ত্রী নারগিস জবানবন্দী দিয়েছেন। নিহতের ছেলে ইরুপ খন্দকার, ইরুপ খন্দকারের জামাই মিরাজ ও আরিফ খন্দকারের ছেলে রাশেদ খন্দকারও পুড়িয়ে হত্যা করার কথা স্বাকীর করে জবানবন্দী দিয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা জানান।এসব কিছু করেছে বৃদ্ধার ছেলে ৯ মাস আগে নিহত আরিফ খন্দকার হত্যা মামলার আসামিদের শাযেস্তা করতে। অবশ্য বৃদ্ধার পুত্রবধূ ইরুপ খন্দকারের স্ত্রী নারগিস দাবি করেন, পুলিশ ভয় দেখিয়ে জবানবন্দী দিতে বাধ্য করেছে। জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামলিডাঙ্গা গ্রামের মৃত নূর আলী খন্দকারের স্ত্রী সালেহা বেগমকে (৭৪) গত ২২ মে রাতে পুড়িয়ে হত্যা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়ির বারান্দায় পাটকাঠি দিয়ে ঘেরা একটি ঘরে রাত্রিযাপন করতেন। পুড়িয়ে হত্যার ঘটনায় নিহতের মেয়ে মিনি বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের করেন ঘটনার পর পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ছালেহা বেগমের ছেলে ইরুপ খন্দকার দাবি করেন, তার ভাইয়ের হত্যাকারী জেল থেকে বেরিয়ে এসে বৃদ্ধ মাকে হত্যা করেছে। কি কারণে হত্যা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভাই আরিফ খন্দকার হত্যা মামলাটি মীমাংসা না করায় আমার মাকে পুড়িয়ে হত্যা করেছে। এই মামলার আসামিপক্ষ দাবি করেছেন, আরিফ হত্যা মামলার আসামিসহ প্রতিপক্ষকে শায়েস্তা করতে বৃদ্ধাকে নিজেরা পুড়িয়ে আসামি করা হয়েছে। এ মামলার অধিকাংশ আসামি এলাকায় থাকেন না। মামলার অভিযুক্ত আসামি আকছির মোল্যা চাকরির সুবাদে খুলনায় বসবাস করেন। আসামি রেন্টু শেখ ও তার স্ত্রী তাজমা বেগম খুলনায় বসবাস করেন। আসামি চাকরির কারণে ঢাকায় থাকেন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, বৃদ্ধা ছালেহা বেগম তিন বছর ধরে প্যারালাইজড হয়ে পড়ে আছেন। এলাকায় কারও সাথে কোনো শত্রুতা নেই। পরিকল্পিত ও নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়া থানার ওসি (তদন্ত) মো. আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনার পর মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্তকাজ চালানো হয়েছে। নিহতেরত দুই পুত্রবধূ নারগিস ও কুলসুমকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নাম প্রকাশ করেছে। সে মোতাবেক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। প্রকৃত দোষীরা যাতে আইনের আওতায় আসে সে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।
Home
খুলনা বিভাগ নড়াইলে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার দুই পুত্রবধূ ১৬৪ ধারায় জবানবন্দী রহস্য বেরিয়ে আসেছে!!
যশোর-৩ আসনে জুয়েলের মনোনপত্র জমা নেওয়ার নির্দেশ এনসিপি প্রার্থীর
যশোর অফিস : যশোর-৩ (সদর) আসনে এসসিপির প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি...
মণিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় সাদ্দাম আটক
যশোর অফিস : যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থী নেতা রানা প্রতাপ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি সাদ্দাম মন্ডলকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে...
মোংলায় পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে যখম
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে লাইলী বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয় মারাত্মক যখম করেছে শেখ রাজু মোল্লা নামে...
নওয়াপাড়ায় বিদ্যুতের তার চোরচক্র সক্রিয়, উদ্বেগে পৌরবাসী
মিঠুন দত্ত: অভয়নগর উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে সম্প্রতি বিদ্যুতের তার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার সাধারণ...
জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝিনাইদহ সড়কের...














