সাতক্ষীরা প্রতিনিধি ঃ করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার সকাল থেকে সাতীরা জেলায় বিশেষ লকডাউন কার্যকর করা হয়েছে। করোনা প্রতিরোধ কমিটির সভায় সাতীরা জেলায় সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়। তবে লকডাউন এর প্রথম দিনে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতীরা সদর হাসপাতলে করণা উপসর্গ নিয়ে চার জন মারা গেছে।
সকাল থেকে শহরে রাস্তাঘাটে রিক্সা, ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্র যোগে সাধারন যাত্রীরা রাস্তায় বের হলেও বেলা বাড়ার সাথে সাথে পুলিশি তৎপরতায় পরে রাস্তাঘাট কিছুটা ফাঁকা হয়ে যায়। এদিকে, লকডাউন কার্যকর করার জন্য সাতীরা জেলার প্রবেশ দ্বার গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউন এর কারণে গণপরিবহন ও দোকানপাট বন্ধ রয়েছে। তবে অটো ও ইজিবাইক যোগে পথচারীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করলেও তাদের যথেষ্ট ভোগান্তির শিকার হতে দেখা যায়।
সকালে খুলনা রেঞ্জের ডিআইজি ডঃ খন্দকার মহিদ উদ্দিন সাতীরায় সফরকালে লকডাউন কার্যকর করার নির্দেশনা দেন। একই সাথে তিনি এই মহামারী থেকে মানব জাতিকে রা করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি পর্যবেণের জন্য ভ্রাম্যমান আদালতের একাধিক টিম কার্যকর রয়েছে। লকডাউনের প্রথমদিনে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দরে সব ধরনের দোকান পাট বন্ধ রয়েছে।##















