স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোলে কলিং কার্ড চোরাচালান মামলায় সিহাব হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সিহাব হোসেন সাদিপুর গ্রামের রফিকুল মোল্লার ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৫ মে বেনাপোলের বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-সাদিপুর রাস্তার সেতু এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায়। এ সময় দুইজন বিজিবির উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যাওয়ার সময় আমিনুর রহমাকে আটক ও কার্টুন থেকে ৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৬১৯ টাকার কলিং কার্ড উদ্ধার করা হয়। এব্যাপারে বিজিবির নায়েক সুবেদার ইউনুস আলী বাদী হয়ে চোরাচালন দমন আইনে বেনাপোল পোর্ট থানায় দুইজনকে আসামি করে মামলা করেন। এ মামলার আসামি সিহাব হোসেন পরে আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক রাসেল সরোয়ার সিহাব হোসেনে রহমানকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। গতকাল সোমবার আসামি সিহাব হোসেনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।














