সুন্দরবন উপকুলীয় প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে জলোচ্ছাসের প্রভাবে উপকূলীয় অঞ্চল দুদর্শাগ্রস্থ। যেমন খাদ্যাভাব তেমনি সুপেয় পানি সংকট মানুষের জীবনকে ওষ্ঠগত করে তুলেছে। মানবেতর জীবন ধারন করছে অগনিত মানুষ। চতুর্দিকে ত্রাহি ত্রাহি রব। এমতাবস্থায় ড্রীম লাইটার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমত প্রতিদিন 4000/5000 লিঃ সুপেয় পানি বিতরন অব্যাহত রেখেছে। পাশাপাশি খাদ্য সংকটে আওতাভূক্তদের চাল, ডাল, আলু, তেল, লবন, কাঁচা মরিচ, এবং বর্তমানে কোভিট-19 করাল গ্রাস থেকে রক্ষা পেতে মাক্স, সাবান, খাবার স্যালাইন যথাসাধ্য বিতরনে সক্রিয় ভূমিকা এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম অব্যাহত রেখেছে।
এই চলমান প্রক্রিয়া সচল রাখার জন্যে এবং এর ধারাবাহিকতায় আজ সোমবার শ্যামনগর উপজেলার 9 নং বুড়িগোয়ালিনী ইউনিয়নে ত্রাণ কাজে রত আছেন কো-অর্ডিনেটর জনাব আনোয়ার হোসেন “সুপার ভাইজার” বাবু মহিরঞ্জন, শিক্ষা প্রকল্প বাস্তবায়ক বাবু নির্মাল্য, ফিল্ড ফ্যাসিলিটেটর বাবু পলাশ প্রমুখ।















