কপিলমুনি এলাকার পেশাদার চোর সাঈদ টহল পুলিশের হাতে আটক

0
309

কপিলমুনি প্রতিনিধি ঃ কপিলমুনি কাশিমনগর এলাকার পেশাদার চোর আবু সাঈদ (২৫) কে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়ায়, ঘটনারদিন বুধবার প্রতিদিনের ন্যায় পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ টিম পেট্রোল ডিউটিতে ছিলেন। এসময় রাত্র আনুমানিক ৩.৩০ মিনিটের দিকে কাশিমনগর বাজারস্থ এলাকায় আবু সাঈদের রাত্রিকালীন অবাধে চলাফেরার বিষয়ে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে। পরবর্তীতে খোঁজ খবর অন্তে আবু সাঈদ অত্র পাইকগাছা উপজেলার একজন পেশাদার চোর বলে জানাগেছে। সে উপজেলার কাশিমনগর এলাকার মনতাজ মোড়লের পুত্র। এ ব্যাপারে থানা পুলিশের ইনচার্জ ওসি এজাজ শফী জানান, আমাদের পুলিশের হাতে আটক আবু সাঈদ একজন পেশাদার চোর। বিগতদিনে তার বিরুদ্ধে থানায় একাধীক মামলা রয়েছে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি চুরির প্রস্তুতি মামলা হয়েছে। এমনকি তার চুরির পরিকল্পনা স্বীকারোক্তি আদায়ের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আটকের সময় তার কাছ থেকে চুরির আলামত জব্দ করা হয়েছে। এমনকি তার উপজেলা ওয়ারী চুরির পদচারণা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here