শার্শায় ৬ দিনে ২৪৪ জনের মধ্যে ১০৪ জন পজেটিভ

0
243

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ করোনা সংক্রমন আতংকে রয়েছে শার্শা ও বেনাপোল সীমান্তের মানুষ। শার্শা ও বেনাপোল এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা কোন ভাবেই কমছে না। ১০ জুন পর্যন্ত শার্শা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫শ ৫৩ জন। আইসোলেশনে আছেন ১ শত ৯০ জন। ভারত ফেরত যাত্রিদের নিয়ে সবচেয়ে বেনাপোল বন্দর এলাকা রয়েছে ঝুঁকির মধ্যে। শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান সিমান্তবর্তী উপজেলা হওয়ায় করোনা সংক্রমনের হার বেশী। গত ৬ দিনে ২৪৪ জনের মধ্যে ১০৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। যার শতকরা হার ৪২.৬২। করোনা প্রতিরোধে বেনাপোল, শার্শা ও নাভারণ এলাকায় কঠোর নজরদারী জারী করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here