হনুমান এখন যশোরে

0
358

মালেকুজ্জামান কাকা, যশোর : যশোর শহরের বিভিন্ন মহল্লা, উপজেলার বিভিন্ন গ্রামে এখন হনুমান ঘুরে বেড়াচ্ছে। কখনো একটি কখনো দুটি আবার কখনো ৪/৫টি একসাথে সংঘবদ্ধ হয়ে ঘুরছে। খাদ্যের অভাবে এরা নিজেদের ভিটে কেশবপুর ছেড়েছে বলে ধারনা করা হচ্ছে। যশোর শহরের রেলগেটে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের আমগাছে একটি হনুমান দেখা যায় দুপুর বেলা। পৌর প্রাথমিক স্কুলের এ গাছ ও গাছ, মুজিব সড়কের পৌর মার্কেটের চালের উপর সে দুই ঘন্টা কাটিয়ে প্রথমে রেলগেট পশ্চিমপাড়া, পরে খড়কীর দিকে চলে যায়। এছাড়া সদর উপজেলার পুলেরহাট, শিশু জেলখানা, মাহিদিয়া এলাকায় আরো দুটি হনুমান দেখা গেছে চলতি সপ্তাহে। খাজুরা বাসস্ট্যান্ড, মনিহার চত্বর, ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে, নীলগঞ্জ শ্মশান, হামিদপুরে হনুমান মাঝে মধ্যে এসে হাজির হচ্ছে। কখনো একটি আবার কখনো একজোড়া। তবে চারটি হনুমান দেখা গেছে একসাথে ইনষ্টিটিউট পুকুরের তীরবর্তী বিভিন্ন গাছ ও জেলা পরিষদ বাংলোর ছাদে। শার্শা ও স্থলবন্দর বেনাপোলের প্রত্যান্ত গ্রামাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে কালোমুখো হনুমান। দৌলতপুর গ্রামে তাকে একটি দ্বিতল বাড়ির ছাদে দেখা গেছে। এ গাছ থেকে ও গাছ, আবার বাসা বাড়ির ছাদ কিংবা প্রাচীরের উপর তারা ছুটে বেড়াচ্ছে। যেখানেই বিরতী সেখানে উৎসুক জনতা হনুমানকে নানা ধরনের খাবার দিচ্ছেন। কখনও তারা স্বাভাবিক ভাবে মানুষের হাত থেকে খাবার নিচ্ছে আবার অনেক সময় মুখ খিস্তি করে ভয় দেখাচ্ছে।
চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামে হনুমান রয়েছে এখন। করোনা কালীন সময়ে খাদ্য সংকটের কারনে যশোরের কেশবপুর উপজেলা হতে বিরল প্রজাতির কালোমুখো হনুমানেরা এ অঞ্চলে চলে এসেছে। কেশবপুর থেকে চৌগাছার দুরাত্ব প্রায় ৬০ কিলোমিটার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হনুমান দুটিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here