প্রেমবাগে ইজিবাইকের চাপায় সাত বছরের শিশুর করুন মৃত্যু

0
329

এম.মিজানুর রহমান (লিটন), প্রেমবাগ (অভয়নগর) প্রতিনিধি ঃ সন্তান হারানোর বেদনা কতটা কষ্টদায়ক অশ্রুসিক্ত মায়ের মুখ দেখলেই সেটা অনুভব করা যায়! তাও আবার ১টি মাত্র সন্তান। গত ০৯/০৬/২০২১ তারিখ বুধবার বিকাল ৫ টার দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ টু মনিরামপুর সড়কের অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড জিয়াডাঙ্গায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয় ৭বছরের শিশু সন্তান হামিম নিহত। নিহতের পিতার নাম হাসান (জিয়াডাঙ্গা সরদারপাড়া)। প্রত্যক্ষদর্শিদের ভাষ্যমতে ছেলেটি জামগাছ তলায় পড়ে থাকা জাম খুটে খাচ্ছিল, আবার কেউ বলছে শিশুটি দৌড় দিতে গিয়ে গাড়ীর তলে পড়েছে। অপরদিকে চালক বলছে আমি ওকে দৌড় মারতে দেখেছি কিন্তু গাড়রি তলে পড়বে তা বুঝতে পারিনি, আমি টের পাওয়ার সাথে সাথে গাড়ী থামানোর চেষ্টা করলে বাইকটি উল্লে শিশুটির উপর পড়ে। পরিবারের লোকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক অবস্থার ভয়াবহতা দেখে অন্যত্রে নিতে বল্লে, নিহতের চাচা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানে প্রায় ৩ ঘন্টা চিকিৎসা চলে, রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির মুখ, বুক, পেট ও পায়ে মারত্মক আঘাত লাগে এবং পেটের চামড়া -গোশ ভেদ করে পিচ রাস্তার খোয়া ফুটে যায়। শিশু হামিমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম এবং গ্রামে নেমেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here