ডুমুরিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২১উদ্বোধন।

0
321

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ ভূমি উন্নয়ন কর আদায়ের ল্েয অনলাইন রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায় এবং ই-নামজারির আবেদন গ্রহনসহ বিভিন্ন সেবা দেয়ার ল্য নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে “ভূমি সেবা সপ্তাহ-২০২১” উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত “ভূমি সেবা সপ্তাহ-২০২১” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কার্যালয়ের কানুন গো মোঃ হায়দার আলী মিয়া, সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মোঃ নাসির উদ্দীন, কাম ক্যাশিয়ার মোঃ সাইফুলাহসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সেবা গ্রহীতা সাধারণ ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৫জুন হতে আগামী ২১জুন পর্যন্ত অনলাইন ভূমি রেজিষ্ট্রেশন, ভূমি কর আদায়, ই-নামজারির আবেদন গ্রহন, নিষ্পত্তিকৃত এল এ কেসের তি পূরণের চেক প্রদানসহ বিভিন্ন ধরণের সেবা তাৎণিক দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here