মালেক্জ্জুামান কাকা, যশোর : বিদেশী ক্রিস হোগল পরিকল্পনা গ্রহন করেছেন, মেহেরপুরে তিনি একটি কৃষি ফার্ম তৈরি করতে চান। সেখানে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বহুমুখী আধুনিক কৃষি ফার্মে নানা ধরনের ফলজ গাছ থকবে ও তরি তরকারি আধুনিক পদ্ধতিতে চাষ হবে। সেই ল্েয সবার সহযোগিতা চান তিনি। যশোর জেলার কেশবপুর উপজেলায় এই মেহেরপুর গ্রামটির অবস্থান। ক্রিস হোগল এখন যশোরের জামাতা। যশোরের মেয়ে রহিমার প্রেমের টানে আমেরিকান ইঞ্জিনিয়ার ক্রিস্ট মার্ক হোগল এখন বাংলাদেশের জামাতা। স্ত্রী-সন্তানসহ সুখে শান্তিতে এই দম্পতি ১২ বছর ধরে বসবাস করছেন। ভালোবাসার জন্য বাঙালি সংস্কৃতিতে মানিয়ে নিয়েছেন নিজেকে। চাকরি ছেড়ে এখন ব্যবসার পাশাপাশি কৃষিকাজ করছেন এই দেশে। স্বামী ক্রিস হোগল ও স্ত্রী রহিমা মিলে নিজেদের জমিতে ধান লাগানো, কাটাসহ সংসারের সব কাজই করছেন একসঙ্গে। ক্রিস্ট মার্ক-রহিমা দম্পতিকে দেখতে ও ছবি তুলতে অনেকেই ভিড় করেন তাদের বাড়িতে। প্রতিবেশীরাও মহা সন্তুষ্ট ক্রিস্ট মার্ক হোগলের ব্যবহারে। যশোরের কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত আবুল খার মেয়ে রহিমা খাতুন। শৈশবে বাবা-মার হাত ধরে অভাবের তাড়নায় পাড়ি জমান ভারতে। পশ্চিমবঙ্গের বারাসাতে তার মা অন্যের বাড়িতে কাজ করতেন। বাবা শ্রম বিক্রি করতেন। ১৩ বছর বয়সে বাবা তাকে বাল্য বিবাহ দিয়ে দেন। একে একে তার কোলজুড়ে আসে তিনটি সন্তান। সংসারে অভাব-অনটনের কারণে তার প্রাক্তন স্বামী গ্রামের জমি বিক্রি করে নিরুদ্দেশ হয়ে যান। বাধ্য হয়ে জীবিকার সন্ধানে মুম্বাই শহরে যান রহিমা। জীবিকার তাগিদে মুম্বাই শহরে থাকাকালীন হঠাৎ একদিন সন্ধ্যায় ক্রিস্ট মার্ক হোগলের সঙ্গে রহিমার পরিচয় হয়। প্রথম দেখাতেই রহিমাকে ভালো লেগে যায় তার। হিন্দিতে দু-এক লাইন কথা বলার পর তারা আবার দেখা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ভালোলাগাটা আস্তে আস্তে ভালোবাসাতে রূপ নেয়। ছয় মাস প্রেমের পর তারা বিয়ে করেন। পরে তারা কেশবপুরের মেহেরপুর রহিমার বাবার ভিটায় ফিরে আসেন। সেখানে তারা থিতু হয়ে একদিকে বাড়ির কাজ করছেন আর অন্যদিকে তার পরিকল্পনা বাড়ির কাজ শেষ হলে আমেরিকা থেকে মা ও ছেলে-মেয়েকে নিয়ে আসবেন এখানে। মেহেরপুর গ্রামের কপোতা নদের তীরে রহিমা আর ইঞ্জিনিয়ার ক্রিস্ট মার্ক হোগলের চার তলা বাড়ি। ক্রিস্ট মার্কের বাড়ি যুক্তরাষ্ট্রের মিশিগানে। তিনি অনিল আম্বানির রিলায়েন্স ন্যাচারাল রিসোর্সেস লিমিটেড কোম্পানিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। এই বিদেশীর শখ বই পড়া ও মোটরসাইকেলে ভ্রমণ। বর্তমানে গ্রামে কৃষিকাজের পাশাপাশি ঢাকায় বায়িং হাউজের ব্যবসা করেন। বাংলাদেশের গ্রামের সাধারন বাঙালীর মতো যাবতীয় সাংসরিক কাজ করতে পারেন। ভারতে হঠাৎ করে রহিমার সঙ্গে হোগলের পরিচয় হয়। তার সরলতায় মুগ্ধ হয়ে ধীরে ধীরে তার প্রতি রহিমার আস্থা জন্মে। দুজনেই দুজনকে ভালোবাসেন প্রচন্ড। ক্রিস্ট মার্ক হোগল খ্রিষ্টান ধর্মাবলম্বী। পরে মুসলমান হয়েছেন। তার বর্তমান নাম ক্রিস্ট মার্ক হোগল ওরফে আয়ুব হোসেন। বাঙালি রীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা বেশ আগেই সেরেছেন। মেহেরপুরে এই বাড়িটির কাজ অল্প বাকি। তা শেষ হলে আমেরিকা থেকে ক্রিস্ট মার্ক তার মা ও ছেলে-মেয়েকে নিয়ে আসবেন এখানে। হোগলকে নিয়ে রহিমা আনন্দিত। তার ছেলে-পুত্রবধূ ও মেয়েরা স্বাবাভিক পরিবারের মতই বসবাস করে। ভাষাগত কিছু সমস্যা থাকলেও পরিবারের সদস্যদের সবকিছুই মানিয়ে নিচ্ছেন তিনি। পড়ছেন বাঙালি পোশাক। বহুদেশ ঘুরেছেন ক্রিস্ট মার্ক হোগল ওরফে আয়ুব হোসেন। তবে বাংলার সবুজ প্রকৃতি, ধানতে ও সরিষা ফুলের হলুদ রং, নদী তাকে বিমোহিত করে। বাকিটা জীবন রহিমার সঙ্গেই এদেশে থাকার ইচ্ছে তার। ক্রিস্ট মার্ক হোগল ওরফে আয়ুব হোসেন জানান, মিশিগান খুব সুন্দর শহর। অনেক আগে আমেরিকান স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। রহিমা খাতুন যখন জীবিকার সন্ধানে মুম্বাই শহরে ছিল; তখনই সেখানে আমাদের পরিচয় ঘটে। সেই সঙ্গে হিন্দিতে দু-এক লাইন কথা বলার পর তারা আবার দেখা করার সিদ্ধান্ত নেন। ছয় মাস পর তারা বিয়ে রেজিস্ট্রি করেন। বিয়ের তিন বছর পর কর্মসূত্রে ক্রিস হোগল স্ত্রী রহিমাসহ চীনে যান। সেখানে পাঁচ বছর কাটান তারা। এরপর কেশবপুরের মেহেরপুরে রহিমা খাতুনের বাবার ভিটায় ফিরে আসেন। বাংলার প্রকৃতিকে ভালোবেসে কৃষি ও মৎস্য চাষ শুরু করেছেন। বাংলাদেশের প্রকৃতির সঙ্গে তিনি খাপ খেয়ে নিতে পেরেছেন। বাবার ভালোবাসা ও বটবৃরে মত ছায়া পেয়ে খুশি রহিমার সন্তানরা। বিদেশি মানুষটি কেশবপুরে বিয়ে করে প্রায় ১০-১২ বিঘা ফসলি জমি ক্রয় করেছেন। ক্রিস হোগল ধানেেত কাজ করতে পারেন। মাটি কাটতে পারেন। গরু ছাগলকে বিচালী কেটে খাওয়াতে পারেন। বাংলাদেশের জন্য তিনি এক নন্দিত জামাতা তা বলাই বাহুল্য।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















