দশমিনায় আওয়ামী লীগ অফিসে তালা কর্মীদেরকে রগ কর্তনের হুমকি

0
264

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থির সমর্থক কর্তৃক নৌকা সমর্থককে রগ কর্তন করার হুমকি ও আওয়ামী লীগ অফিসে ডাবল তালা দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, গত বুধবার বেলা ১১টায় উপজেলার আদমপুর বাজারস্থ আ’লীগ অফিস থেকে ধমকিয়ে নৌকা সমর্থকদের বের করে দেয়ার অভিযোগ পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম ও সঙ্গীয় ফোর্স পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সন্ধ্যা ৭টায় উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উত্তপ্ত এলাকা পরিদর্শন করে অফিসে গেলে ডাবল তালা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও শতাধিক মানুষের সামনে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা অভিযোগ করে বলেন, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সমর্থকরা আ’লীগ অফিসে তালা ঝুঁলিয়ে দিয়েছে। নৌকা সমর্থক ছালাম জানায়, ঘোড়া সমর্থক ছালাম আমার মা-বোন ও বাবাতে তুলে গালাগাল দেয়। মারধর করার জন্য বারবার তেড়ে আমার কাছে আসে। ‘নৌকা নিয়া ভালই দৌড়াইছো, তোর পিঠের চামড়া তুলে নেব’ বলে হুমকি দিয়েছে। একই গ্রামের মতলেব খাঁর ছেলে মোঃ রেজাউল বলেন, আমি কাজের উদ্দেশ্যে আউলিয়াপুর বাজারে গেলে ঘোড়া সমর্থক দিপু আমার রগ কর্তন করবে বলে হুমকি দেয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইকবাল মাহমুদ লিটন বলেন, স্থানীয় এমপি এস.এম শাহাজাদাকে টেলিফোনে মারধর, হুমকি ও আ’লীগ অফিসে তালা দেয়ার ঘটনা জানিয়েছি। এমপি নির্বাচন পরবর্তী এই ঘটনায় বহরমপুর ও আলীপুর ইউপির আ’লীগ নেতাকর্মীদের নিয়ে পৃথক বর্ধিত সভা করার পরামর্শ দিয়েছেন। অভিযোগের বিষয়ে বেসরকারি ফলাফলে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সোহাগ বলেন, এ সকল ঘটনা সাজানো, আমি এ ঘটনার বিষয়ে কিছুই জানিনা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ জসীম বলেন, আমি আ’লীগ অফিসে তালা দেবার কথা শুনে ঘটনাস্থলে এসে আ’লীগ অফিস ডাবল তালা দেখতে পাই। অভিযোগ পেলে কে বা কাহারা করেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here