কালিয়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ১

0
272

কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার সমেরুখোলা গ্রামে অভিযান চালিয়ে শামীম শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৫ জুন (শুক্রবার) রাত সাড়ে ১২ টার দিকে ওই যুবককে ৪৪০ (গ্রাম) গাঁজাসহ আটক করা হয়। আটককৃত শামীম শেখ ওই গ্রামের মোঃ ইউসুফ শেখের ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃতে পুলিশের একটি দল উপজেলার সমেরুখোলা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম শেখকে ৪৪০ (গ্রাম) গাঁজাসহ আটক করে। এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান, বলেন, আটকপূর্বক আসামী কে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here