চৌগাছায় জনগুরুত্বপূর্ণ রাস্তা বাদ দিয়ে ব্যক্তি মালিকানা রাস্তা করার অভিযোগ

0
259

স্টাফ রিপোর্টার চৌগাছা ॥ যশোরের চৌগাছায় জনগুরুত্বপূর্ণ রাস্তা বাদ রেখে ৪ পরিবারের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে। স্থানীয় ইউপি নওশের আলীর জোগসাজসে এই রাস্তা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন এলাকাবাসি। এলাকাবাসি লিখিত অভিযোগে জানায়, ৭ নং পাতিবিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সাদিপুর গ্রামের ভিতর দিয়ে একটি রাস্তা রোস্তমপুর বাজারে গিয়ে উঠেছে। রাস্তা দিয়ে ৩টি গ্রাম, সাদিপুর, জামিরা ও রোস্তমপুর গ্রামের প্রায় ৩ হাজার লোক যাতায়াত করে। একই সাথে রাস্তা দিয়ে এলাকার লোকজন মাঠে যায়। মাঠে প্রায় দেড়শ বিঘা জমির চাষাবাদ করা হয়। বর্ষা মৌসুম আসলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যায়। মাঠ থেকে কৃষি ফসল ঘরে তুলতে কৃষকরা হিমসিম খায়। একই সাথে তিনটি গ্রামের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। দীর্ঘ দিন ধরে গ্রামবাসির দাবি রাস্তাটি সংস্কার করে বর্ষা মৌসুমে চলাচলের জন্য উপযুক্ত করা। ইউপি সদস্য নওশের আলী গ্রামবাসিকে আশ্বস্থ করেন ইউনিয়ন পরিষদ থেকে এলজিএসপির টাকা দিয়ে সড়কটি করে দিবেন। তিনি সরকারি রাস্তাটি না করে স্বজনপ্রীতি দেখিয়ে সাদিপুর গ্রামের মেইন রাস্তার পাশে ব্যক্তি মালিকানা জমিতে একটি রাস্তা তৈরী করেছেন। এলজিএসপির ৮০ হাজার টাকা বরাদ্দে ১৬০ ফুট সলিং রাস্তা তৈরী করা হয়েছে। রাস্তাটি তৈরী করার ফলে ৪টি পরিবারের সুবিধা হয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসি। ইউপি সদস্যের এমন স্বজনপ্রীতি দেখে গ্রামবাসির মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। গ্রামের মুরব্বি ওয়াজ্জেদ আলী, মাজেদ আলী, মুক্তার হোসেন, রবিউল আলম জানান, দীর্ঘদিন ধরে সাদিপুর গ্রামের প্রাণের দাবি, রাস্তাটি সংস্কারপূর্বক ৩টি গ্রামের মানুষের যোগাযোগ সহজ করা। কৃষকরা যেন বর্ষাকালে ফসল তুলতে কোন বাধার সম্মুখীন না হন। মেম্বার নওশের সরকারি রাস্তা বাদ দিয়ে আলী হোসেন, সাত্তার আলী, বাবলু রহমান ও শাহজুদ্দির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের বাড়ির রাস্তা তৈরী করেছেন। এই ১৬০ ফুট রাস্তা যদি করে দিতো তাহলে আমাদের তিন গ্রামের প্রায় ৩ হাজার মানুষের সুবিধা হতো। গ্রামবাসি উর্দ্ধতন কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে ইউপি মেম্বার নওশের আলীর সাথে যোগাযোগ করা হলে টাকা গ্রহণের বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি বলেন ইউনিয়ন পরিষদের মিটিংএ রাস্তাটি করার জন্য সুপারিশ করি। চেয়ারম্যান এবার এলজিএসপির টাকায় রাস্তাটি করে দিয়েছেন। সরকারি রাস্তা বাদ রেখে ব্যক্তি মালিকানার রাস্তার কেন করেছেন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তোর দিতে পারেন নি। চেয়ারম্যানের কাছে শোনেন বল ফোন কেটে দেন। এ বিষয়ে ৭ নং পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল জানান, মেম্বাররা যেভাবে চাহিদা দেয় আমরা সেই ভাবে বরাদ্দ দিয়ে থাকি। তিনি ব্যক্তিমালিকানা রাস্তার বিষয়ে কিছুই জানেন না। তবে আগামী বরাদ্দে সরকারি জনগুরুত্বপূর্ণ সড়কটি করে দেবার প্রতুশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here