ঝিকরগাছায় মোবাইল কোর্টে জরিমানা

0
257

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌর এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টে জরিমানা ও জনসচেতনতায় মাইকিং করা হয়েছে। যশোরের জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত সরকারি কঠোর বিধি নিষেধ পালনের লক্ষে রবিবার দুপুরে স্থানীয় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। এসময় তিনি সরকারি বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও এলাকার মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করেন। তার সঙ্গী ছিলেন, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারিক (নাজির) ও মোবাইল কোর্ট পেশকার, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মুক্তার আলী ও আব্দুল মুজিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here