অবৈধ প্রবেশ কালে মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৩ জন আটক

0
238

মহেশপুর (ঝিনাইদহ) অফিস ঃ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী মাটিলা ও শ্যামকুড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামের নাজিম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৫), তার স্ত্রী রহিমা বেগম (৩০), কোতয়ালী থানার কোপাহিত নগর গ্রামের কালিম শেখের স্ত্রী মুসলিমা খাতুন (২৮), বেনাপোল পোর্ট থানার গওড়া গ্রামের হানিফ ফকিরের স্ত্রী মাছুরা খাতুন (৫০), বাগেরহাটের রায়েন্দা থানার সোলেমান খায়ের স্ত্রী মুর্শিদা বেগম (৩০), তার মেয়ে মিম আক্তার (৭), একই থানার খুন্তাকাটা গ্রামের মাসুদ গাজীর স্ত্রী রহিমা বেগম (২৮), মোংলাপোর্ট থানার হোগলাবুনিয়া গ্রামের সুরত গাজীর স্ত্রী ছুফিয়া বেগম (২৭), তার মেয়ে চাদনী আক্তার (০৩), খুলানার দাকোপ উপজেলার বটবুনিয়া গ্রামের পংকজ রায়ের ছেলে গৌতম কুমার রায় (২৯), কিশোরগঞ্জের কাটিয়া উপজেলার পূর্ব চরপাড়াতলা গ্রামের নান্নু মিয়ার ছেলে আল আমিন (৩০) ও তার স্ত্রী বিপাশা খাতুন (২৫) ও পঞ্চগড় সদর উপজেলার অনাথ আশ্রমের প্রান্ত রোজারিও (২৮)। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিলা সীমান্ত থেকে ২ জন ও শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here